1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আনসার ইন্টারন্যাশনাল নিষিদ্ধ

৫ মে ২০২১

হামাস ও আল-শাবাবের মতো সন্ত্রাসী সংগঠনকে অর্থ সহায়তা করার সন্দেহে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী কয়েকটি সংগঠনকে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার এ কথা জানান৷

https://p.dw.com/p/3szgu
Deutschland | Razzien gegen islamisches Netzwerk
ছবি: Martin Gerten/dpa/picture alliance

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তার মুখপাত্র স্টিভ অল্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সম্পর্কে এক টুইট বার্তায় বলেন, ‘‘এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেয়৷'' ‘‘সন্ত্রাসকে মোকাবেলা করতে হলে অর্থের উৎসমুখ বন্ধ করতে হবে'' জেহোফারের এমন বক্তব্যের উল্লেখ করে অল্টার আরো জানান, ড্যুসেলডর্ফভিত্তিক সংগঠন আনসার ইন্টারন্যাশাল সিরিয়ার আল নুসরা ফ্রন্ট, ফিলিস্তিনের হামাস এবং সোমালিয়ার আল-শাবাবের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে বলে অভিযোগ রয়েছে ৷ হামাস ইউরোপীয় ইউনিয়নে কালো তালিকাভুক্ত৷

আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার আগে বুধবার সকালে জার্মানির রাইনলান্ড-পালাটিনেট, বাডেন-ভ্যুর্টেনবার্গ, বাভারিয়ান, বার্লিন, ব্রান্ডেনবুর্গ, হামবুর্গ, নর্থ রাইন-ভেস্টফালিয়া, লোয়ার সাক্সনি, শ্লেসভিগ-হোলস্টাই এবং হেসে রাজ্যে অভিযান চালায় পুলিশ৷ অভিযানের সময় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়্৷

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহায়তায় নানাভাবে কর্মরত আনিস বেন-হাতিরা ফাউন্ডেশন, দ্য সোমালি কমিটি ফর ইনফর্মেশন অ্যান্ড অ্যাডভাইস ইন ডার্মশ্টাড, উম্মা শপ এবং বেটার ওয়ার্ল্ড অ্যাপিল-এর কর্মীরা রয়েছেন৷

এসিবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য