1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আবার গণপরিবহণ ধর্মঘট

২৮ ফেব্রুয়ারি ২০২৩

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ধর্মঘটের ডাক দিলো জার্মানির অন্যতম বৃহৎ শ্রমিক ইউনিয়ন ভ্যার্ডি৷ শুক্রবার তাদের ডাকে বিভিন্ন রাজ্য ও শহরে গণপরিবহণ আবার বন্ধ থাকবে৷

https://p.dw.com/p/4O51Y
১৭ ফেব্রুয়ারি ভ্যার্ডির ডাকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ধর্মঘট পালন করে কর্মীরা
১৭ ফেব্রুয়ারি ভ্যার্ডির ডাকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ধর্মঘট পালন করে কর্মীরাছবি: Heiko Becker/REUTERS

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে নর্থ রাইন ওয়েস্টফালিয়া, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ , স্যাক্সনি, লোয়ার স্যাক্সনি এবং রাইনল্যান্ড পালাটিনেটে ধর্মঘট পালিত হবে বলে ঘোষণায় জানিয়েছে ইউনিয়নটি৷ এই রাজ্যেগুলোর বাইরে মিউনিখসহ কয়েকটি শহরেও আলাদাভাবে ধর্মঘট কার্যকরের পরিকল্পনার কথা জানিয়েছে তারা৷

এর আগে গত সোমবার জার্মানির পশ্চিমাঞ্চলে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় ভ্যার্ডি৷ এতে ড্যুসেলডর্ফ, কোলন, বন-সহ বিভিন্ন শহরে গণপরিবহণ চলাচল বন্ধ থাকে৷ ড্যুসেলডর্ফ ও কোলন-বন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়৷

স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা গণপরিবহণ খাতের কর্মীদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে  আন্দোলন করে আসছে ইউনিয়নটি৷ এদিকে শুক্রবার পরিবেশবাদীদের আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচার'-এর পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি ছিল৷ ভ্যার্ডির উপ-প্রধান ক্রিস্টিন বেহলে জানিয়েছেন, তার সাথে একাত্ম হয়ে তারাও গণপরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জার্মানির সরকারের উদ্যোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘কর্মীদের উপর বিনিয়োগ না করে পরিবহণ ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়৷''

জার্মানির কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের অধীনে কর্মরত ২৫ লাখ কর্মীর সাড়ে দশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ভ্যার্ডি৷ জবাবে কর্তৃপক্ষ দুই ধাপে পাঁচ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি এবং এককালীন আড়াই হাজার ইউরো দিতে রাজি হয়েছে৷ এ নিয়ে আগামী মার্চে তৃতীয় ধাপের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ তার আগে চাপ বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ধর্মঘট পালন করছে ইউনিয়নটি৷

এফএস/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান