জার্মানিকে জেনে নিন
জানেন তো, জার্মানির সবচেয়ে বড় দ্বীপ কোনটি? কিংবা জার্মানির কোন বিষয়টি পর্যটকদের সবচেয়ে বেশি টানে? অথবা এই দেশটির ‘মিলিয়ন সিটি’ বলা হয় কোন শহরগুলোকে? এমন কিছু তথ্য নিয়ে আজকের ছবিঘর৷
জার্মানি
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ এবং জনবহুল দেশ জার্মানি৷
সবচেয়ে বড় দ্বীপ
দেশটির সবচেয়ে বড় দ্বীপের নাম ব়্যুগেন৷ যার অবস্থান বাল্টিক সাগরে৷
কোলনের ডোম
পর্যটকটের আকর্ষণের কেন্দ্রে আছে কোলন শহরের ক্যাথেড্রাল বা ডোম৷ গ্রীষ্ম এলেই পৃথিবীর নানা প্রান্তের মানুষ ভিড় করেন এখানে৷ ১৬০ মিটার উঁচু গির্জা দেখতে দিনে প্রায় ৩০ হাজার দর্শনার্থী আসেন কোলন শহরে৷
চতুর্থ বৃহত্তম দেশ
আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম দেশ৷
বাভারিয়া রাজ্য
জার্মানির সবচেয়ে বড় রাজ্য বায়ার্ন বা বাভারিয়া রাজ্য৷
মিলিয়ন সিটি
জার্মানির বার্লিন, হামবুর্গ, মিউনিখ এবং কোলন-এই চারটি শহরে লক্ষাধিক মানুষের বাস৷ আর তাই এই চারটি শহরকে বলা হয় মিলিয়ন সিটি৷
অরণ্য
জার্মানির এক তৃতীয়াংশ এলাকা জুড়েই রয়েছে বনাঞ্চল বা অরণ্য৷
সবচেয়ে দীর্ঘ পথ
জার্মানির উত্তর থেকে দক্ষিণের দূরত্ব ৮৭৬ কিলোমিটার৷ আর এটাই দেশটির সবচেয়ে দীর্ঘ পথ৷
8 ছবি
1 | 88 ছবি