1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপে চমক দেখাচ্ছে ছোট দলগুলো

২১ আগস্ট ২০১২

জার্মানির ঘরোয়া ফুটবলে সবচেয়ে গুরুত্ব পায় বুন্ডেসলিগা৷ এরপরই রয়েছে ‘জার্মান কাপ’৷ বুন্ডেসলিগায় অংশ নেওয়া দলগুলোকে সাধারণত আলাদা গুরুত্ব দেওয়া হয়৷ হয় হৈচৈ৷ কিন্তু এবার জার্মান কাপে বড় দলগুলো হারছে ‘ছোট’ দলগুলোর কাছে৷

https://p.dw.com/p/15tb1
ছবি: dapd

জার্মান কাপের প্রথম রাউন্ডেই সপ্তাহান্তে পরাজয়ের স্বাদ পেয়েছে বুন্ডেসলিগা দল ভ্যার্ডার ব্রেমেন, হামবুর্গ, ন্যুরেমব্যার্গ, গ্রয়েথার ফ্যুর্থ, ফ্রাঙ্কফুর্ট এবং হফেনহাইম৷ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজয় বরণ করেছে এসব দল৷ তীব্র গরম এবং জার্মান কাপের বিশেষ ‘ডেভিড-ভার্সেস-গোলিয়াথ' ড্র ব্যবস্থার যৌথ চাপে প্রতি তিনটি বুন্ডেসলিগা দলের একটি জার্মান কাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে৷ ছয়টি দল জার্মান কাপের প্রথম পর্বের দেয়াল টপকাতে পাড়েনি৷ যদিও ইচ্ছাকৃতভাবেই এই দেয়াল নীচু করা হয়েছিল৷

ক্ষুদ্র ‘বার্লিন একে ০৭' টিমের কথাই ধরুন৷ বুন্ডেসলিগার দল হফেনহাইমকে চতুর্থ বিভাগের এই দলটি হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে৷ খেলায় বার্লিন একে ০৭'এর তুলনায় হফেনহাইমকে মনে হচ্ছিল ‘অ্যামেচার' দল৷ বুন্ডেসলিগার অপর দল গ্রয়েথার ফ্যুর্থ হেরেছে ওফেনবাখ'এর কাছে, ২-০ গোলের ব্যবধানে৷ এই খেলায় অবশ্য দুর্ভাগ্য ফ্যুর্থ'এর পিছু নিয়েছিল৷ সেদল খেলা শেষ করেছে দশ জন নিয়ে৷ তাছাড়া পেনাল্টি শট থেকেও একটি গোল পেয়েছে প্রতিপক্ষ ওফেনবাখ৷

Fußball 2. Bundesliga Eintracht Frankfurt gegen TSV 1860 München
জার্মানিতে বুন্ডেসলিগা’র একটি খেলায় দর্শকদের ভিড়...ছবি: picture alliance/dpa

বুন্ডেসলিগা দল হামবুর্গ রবিবার পরাজয় বরণ করেছে কার্লসরুয়ের কাছে৷ ব্যবধান ৪-২৷ একই ব্যবধান ভ্যার্ডার ব্রেমেন হেরেছে প্রুসেন মুন্সটার'এর কাছে৷ ন্যুরেমব্যার্গ হেরেছে টিএসভি হেভিল্স এর কাছে, ৩-২ ব্যবধানে৷ ফ্রাঙ্কফুর্টের পরাজয়ের অভিজ্ঞতাও তিক্ত৷ ৩-০ গোলের ব্যবধানে সেদল হেরে যায় এর্জগিবির্গে আও'র কাছে৷

অবশ্য প্রথম পর্যায়ে ছয়টি বুন্ডেসলিগা দল বাদ পড়লেও এখনো ১২টি দল রয়ে গেছে জার্মান কাপে৷ শালকে, হানোফার, বোরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখ'এর মতো শীর্ষস্থানীয় দলগুলো কাপের প্রথম পর্যায়ে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে৷

প্রতিবেদন: মার্ক হালেম / এআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান