জাপানে ছুরি হামলা, নিহত ৩
জাপানে স্কুল শিক্ষার্থীদের উপর ছুরি নিয়ে হামলায় অন্তত তিন জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন৷ হামলাকারী নিজেও ছুরিকাঘাতে আত্মাহুতি দিয়েছেন৷ এ ধরনের হামলার ঘটনা জাপানে বিরল৷
টার্গেট স্কুল শিক্ষার্থীরা
জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে কাওয়াসাকি এলাকায় ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে৷ পঞ্চাশ বছর বয়সি ওই ব্যক্তি একটি বাস স্টপে স্কুল শিক্ষার্থীদেরই টার্গেট করে৷ নিহতদের মধ্যে একজন স্কুল শিক্ষার্থী রয়েছেন৷ আহত ১৭ জনের মধ্যেও বেশিরভাগই শিক্ষার্থী৷
হামলাকারীর আত্মাহুতি
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় হামলাকারী নিজেকেও ছুরিকাঘাত করে এবং পুলিশের হাতে ধরার পড়ার পর মারা যায়৷ ওই ব্যক্তির বয়স ৫০ বছরের মতো৷
হামলার কারণ অজানা
স্কুল শিক্ষার্থীদের উপর এই হামলার কারণ এখনো জানা যায়নি৷ হামলার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘আমি তোমাদের হত্যা করব৷’’
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী আবে
হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ হামলার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘‘এটা এমন একটি ভয়ানক ভীতিকর হামলা, যাতে স্কুল শিশুদের ভিকটিম বানানো হয়েছে৷ আমি এর জন্য তীব্র অপমানবোধ করছি৷ শিশুদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, সবই করব আমরা৷’’
ট্রাম্পের সফরের মধ্যে হামলা
চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, ‘‘অ্যামেরিকার সব নাগরিক জাপানি জনগণের সঙ্গে আছে এবং ভিকটিম ও তাঁদের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করছে৷’’