1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের ৬৪তম অধিবেশনে আলোচনায় মধ্যপ্রাচ্য

১ অক্টোবর ২০০৯

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশন শেষ হলো৷ এবারের এই বৈঠকে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল মধ্যপ্রাচ্য৷ ফিলিস্তিনী ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের বিষয়ে ওবামা প্রশাসনের কূটনৈতিক তৎপরতায় নতুন গতি এসেছে৷

https://p.dw.com/p/JvfE
ছবি: RIA Novosti

প্রেসিডেন্ট ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেলসহ অনেকেই ঐ অঞ্চল সফর করছেন৷ উদ্দেশ্য ঐ অঞ্চলে শান্তি স্থাপন৷

এই তো অল্প কয়েক দিন আগে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত জর্জ মিচেলের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠকের পর ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু বললেন, এবারের লক্ষ্য আমাদের প্রতিবেশী ফিলিস্তিনীদের সঙ্গে এবং সামগ্রিকভাবে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা৷ আমি এই প্রক্রিয়া সফল করতে কাজ করে যাবো৷ তবে ইহুদি বসতি স্থাপন এবং সম্প্রসারণ বন্ধ করার যে দাবী মার্কিন যুক্তরাষ্ট্র করে আসছে সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি৷ নিউইয়র্কে বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসেছিলেন প্যালেষ্টাইন এবং ইসরায়েলের দুই নেতা৷ তাদের এই আলোচনায় ইঙ্গিত দিচ্ছে শান্তির৷

নতুন করে সমস্যা এখন আবার ইরানকে কেন্দ্র করে৷ এই তো গত সোমবার ইরান বলেছে তারা সাফল্যের সাথে শাহাব ৩ ও সেজ্জিল নামের দুটি দুরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে৷ এসব পরীক্ষা এমন এক সময় হল, যখন পারমানবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছে ইরান৷

ঠিক সেই সময়ে গত শুক্রবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ঘোষণা করে যে, ইরান তার দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের কাজ শুরু করেছে৷ যদিও তেহরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার উদ্দেশ্যেই এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ৷ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর লেঃ জেনারেল হোসেইন সালামি এই ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর সরকারি বার্তা সংস্থাকে বলেছেন, যারা ইরানের স্বাধীনতা, অস্তিত্ব আর মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ তাদের বিরুদ্ধে ইরান শক্ত এবং কঠিন অবস্থান নেবে৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক