জাতিসংঘে গাজার যুদ্ধবিরতি প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪১৫ সদস্যের পরিষদের ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবে ১৩ মাসের সংঘাত বন্ধে 'অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির' আহ্বান এবং আলাদাভাবে জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়।
পরিষদের ভোটে কেবল যুক্তরাষ্ট্রই বিপক্ষে ভোট দেয় এবং স্থায়ী সদস্য হিসাবে ভেটো ক্ষমতা ব্যবহার করে প্রস্তাবটি আটকে দেয়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, যুদ্ধবিরতির অংশ হিসাবে জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে আনা প্রস্তাবেই কেবল ওয়াশিংটন সম্মতি জানাবে।
তিনি বলেন, "কেবল জিম্মিদের মুক্তির মাধ্যমেই যুদ্ধের একটি টেকসই সমাপ্তি আসবে। এই দুটি জরুরি লক্ষ্য অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। এই প্রস্তাবে সেই প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই কারণে যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করতে পারেনি।"
উড বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা চেয়েছিল। তবে এই প্রস্তাবে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস একটি 'বিপজ্জনক বার্তা' পেতে পারে যে তাদের 'আলোচনার টেবিলে ফিরে আসার দরকার নেই'।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে এক হাজারের বেশি মানুষকে হত্যা করে হামাসের যোদ্ধারা, ২৫০ জনেরও বেশি মানুষকে ইসরায়েল থেকে গাজায় জিম্মি হিসাবে নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের অভিযানে প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন এবং উপত্যকার প্রায় সমস্ত জনগণই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন।
নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য আলজেরিয়া, ইকুয়েডর, গায়ানা, জাপান, মাল্টা, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড এর প্রস্তাবিত রেজোল্যুশন আটকে দেয়ায় যুক্তরাষ্ট্রকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।
জাতিসংঘে মাল্টার রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেজিয়ার বলেন, "এটি খুবই দুঃখজনক যে ভেটো ব্যবহারের কারণে এই কাউন্সিল আবারও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"
তিনি বলেন, "জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা প্রয়োজন তার নূন্যতম ছিল এই প্রস্তাবে।"
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন যে গাজার ২৩ লাখ মানুষের জন্য দুর্ভিক্ষ আসন্ন।
এডিকে/এসিবি (রয়টার্স)