জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বলিভিয়ার আদিবাসী সংস্কৃতি
বলিভিয়ায় তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশটির দ্বিতীয় বৃহত্তম হ্রদ শুকিয়ে যায়৷ তাতে এই লেকের আশপাশের বাসিন্দা আদিবাসী জনগোষ্ঠী জীবনধারণের জন্য বিকল্প উপায় খুঁজতে বাধ্য হচ্ছে৷
শুকনো হ্রদ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বলিভিয়ার ওরুরো এলাকায় শুষ্ক হয়ে গেছে পুপো নামের এই হ্রদ৷ সেখানে নৌকার সঙ্গে রয়েছে বাইসাইকেল৷
চারিদিকে খাঁ খাঁ
পানিতে টলমল সেই হ্রদে এখন পানি মেলাই ভার৷ শুকনো পুপো হ্রদের পাশ দিয়ে হেঁটে চলেছেন উরুস মুরাতোস সম্প্রদায়ের এক ব্যক্তি৷
মাটি ফেটে কাঠ
পানি শূন্যতায় পুপো হ্রদের মাটি ফেটে চৌচির হয়েছে৷
পানির জন্য প্রার্থনা
শুকনো হ্রদ যাতে আবার পানিতে ভরে যায়, সেজন্য পুপোতে দাঁড়িয়ে কোটা মামার (পানি মাতা) কাছে প্রার্থনা করছে উরুস মুরাতোস সম্প্রদায়ের সদস্যরা৷
হতাশা
পুনাশায় শুঁকিয়ে যাওয়া হ্রদের পাশে বিষণ্ণ চেহারা নিয়ে বসে আছেন উরুস মুরাতোস নারী ও শিশুরা৷
পূজার অর্ঘ্য
পানি মাতার সন্তুষ্টি লাভে এসব উপকরণ নিবেদন করেন ভক্তরা৷
হাঁসের জলকেলি
শুকিয়ে যাওয়া হ্রদের কাছের ডেসাগুয়াডেরো নদীতে এক পাল হাঁসের জলকেলি৷
ডিমের খোঁজ
পুপো হ্রদের নিকটবর্তী ডেসাগুয়াডেরো নদীতে পানকৌড়ির ডিম খুঁজছেন এক জেলে৷
নদীতে ডিম
ডেসাগুয়াডেরো নদীতে এই ডিমই খুঁজে ফেরেন আদিবাসীরা৷