জমকালো ফুল উৎসব
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে ফুলের মেলা৷ ৭০টি স্টলে দেশি এবং বিদেশি উদ্যোক্তারা ফুল ও ফুল সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন৷ থাইল্যান্ড, ভারত ও নেপালের ১২টি স্টলও রয়েছে মেলায়৷
ফুলেল পতাকা
লাল টকটকে গোলাপ আর কামিনী ফুলের সবুজ পাতা দিয়ে তৈরি করা হয়েছে ফুলেল জাতীয় পতাকা৷ পতাকার দেওয়ালে সংযুক্ত করা হয়েছে প্রজাপতি৷ ফুল উৎসবে ঘুরে এমন দৃ্শ্যই সবার আগে চোখে পড়লো। দর্শনার্থীরা ছবি তুলছিলেন এই পতাকার সঙ্গে৷ এ মেলার আয়োজনে করেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)৷
রিকশা নাকি ফুলের বাহন!
যে রিকশায় প্রতিদিন বাড়ি ফেরেন, সেই রিকশা যদি হয় ফুলে মোড়ানো, তাহলে কেমন হবে বলুন তো? ফুল উৎসবে এমনই ফুলে মোড়ানো রিকশা সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য৷ এর আশেপাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগও ছিল৷
স্মৃ্তিসৌধ
বিজয়ের মাসে চলমান এই ফুলের উৎসবে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে৷ তাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপন করা হয়েছিল স্মৃ্তিসৌধ৷ সত্যিকারের নয়, ফুলের তৈরি এই সৌধে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধাও জানানো হয়৷
বিকিকিনি
সারাদিন জুড়ে মেলায় চলেছে ফুলের বিকিকিনি৷ অনেকেই এসেছেন ফুলের দোকানের ঠিকানা নিয়ে যেতে৷ অনেকে এখানেই অর্ডার দিয়ে গেছেন ফুলের৷ বিয়ে থেকে শুরু করে নানা সেমিনার সাজানোরও অর্ডার পেয়েছেন বিক্রেতারা৷
ময়ূরের সঙ্গে
সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে পেখম ছড়ানো ফুলের ময়ূরের সঙ্গে৷ মেলার মাঝামাঝি বসানো এই ময়ূরকে ঘিরে ছিল ছবি তোলার হিড়িক৷
মাথায় ফুলের টোপর
ক্রেতাদের কেনাকাটার পছন্দের তালিকার উপরের দিকে ছিল মাথার টোপর৷ বিক্রেতারাও জানালেন, পহেলা ফাল্গুন, নববর্ষের মতো এই মেলাতেও ফুলের টোপর বিক্রির হার বেশি ছিল৷
ফুল দিয়ে তৈরি প্রাণী
শুধু স্তূপ করা ফুল দিয়ে মেলার আকর্ষণ বাড়াননি বিক্রেতা ও আয়োজকরা৷ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ফুল দিয়ে তৈরি নানা প্রাণীর অবয়ব৷ এর মধ্যে গোলাপ দিয়ে তৈরি ছোট এক হাতি নজর কেড়েছে সবার৷