1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনসংখ্যা বিতর্কে অস্থির পাকিস্তান

১ সেপ্টেম্বর ২০১৭

নতুন আদমশুমারির তথ্য অনুযায়ী দুই দশকে দেড়গুণ বেড়ে পাকিস্তানের জনসংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৭৮ লাখে৷ একদিকে সম্পদের অপ্রুতলতা, অন্যদিকে আদমশুমারির স্পষ্টতা নিয়ে প্রদেশগুলোর মুখোমুখি অবস্থান, জন্ম দিয়েছে নতুন বিতর্কের৷

https://p.dw.com/p/2jBJb
Bildergalerie Das Leben in Balochistan
ছবি: Abdul Ghani Kakar

৭০ বছর আগে যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, তখন এর জনসংখ্যা ছিল মাত্র ৩ কোটি ৩৭ লাখ৷ পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বড় বড় শহর, পশ্চিমের প্রদেশ এবং আফগান সীমান্তে অবস্থিত আদিবাসী এলাকাগুলোতে জনসংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি৷

কিন্তু এই আদমশুমারির তথ্য সঠিক কিনা, সে নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল৷ ফলে জনসংখ্যা বিস্ফোরণের এই হুমকি কীভাবে সামাল দেয়া হবে, সে নিয়ে সংশয়ে পড়েছেন সমাজবিজ্ঞানীরা৷

ছোট প্রদেশগুলো দাবি করছে ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানের ফেডারেল সরকার এই আদমশুমারির তথ্য কোনোভাবে ‘প্রভাবিত' করেছে৷ রাজনীতিবিদরা মনে করেন, আদমশুমারিতে যা দেখানো হয়েছে, তার চেয়ে তাদের প্রদেশগুলোর সত্যিকার জনসংখ্যা আরো অনেক বেশি৷

কিন্তু এমন মনে করার কারণ কী? তাঁরা বলছেন, জনসংখ্যার হিসেব অনুযায়ীই বরাদ্দ হবে বাজেট৷ ফলে জনসংখ্যা কম দেখিয়ে যাতে অর্থবরাদ্দও কম দেয়া যায়, সেটিই ফেডারেল সরকারের উদ্দেশ্য৷

সাবেক অর্থমন্ত্রী ড. মুবাসির হাসান বলছেন, ‘‘বাজেটের একটি বড় অংশ বরাদ্দ থাকে সেনাবাহিনীর জন্য৷ বাকিটা পুঁজিবাদী, সামন্তবাদী এবং আমলারা ভাগাভাগি করে নিয়ে যায়৷ আমরা যদি প্রতিরক্ষা বাজেট না কমাই, সামন্তবাদ উচ্ছেদ না করি এবং জমি বণ্টন না করে দেই, তাহলে জনসংখ্যা বৃদ্ধির অসংখ্য সমস্যা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে৷''

সত্যের মুখোমুখি

প্রদেশগুলো যখন এই লড়াইয়ে ব্যস্ত, সুশীল সমাজ তখন খুঁজছেন এই সমস্যার সমাধান৷ ‘‘৬৭ শতাংশ মানুষ কোনো কংক্রিটের ছাদের নীচে বাস করে না, ৩৫ ভাগ কৃষকের নিজের জমি নেই, ৬ কোটিরও বেশি মানুষ বাস করছে দারিদ্র্যসীমার নীচে'', লাহোরের অ্যাকটিভিস্ট ফারুক তারিক জানান ডয়চে ভেলেকে৷ তিনি বলেন, ‘‘এই বিপুল জনগোষ্ঠীকে মৌলিক সুযোগসুবিধা পৌঁছে দেয়ার পর্যাপ্ত উদ্যোগ না নিলে অবস্থা হবে ভয়াবহ৷''

এই মুহূর্তে পাকিস্তান তার জিডিপির মাত্র ০ দশমিক ৯ শতাংশ ব্যয় করে স্বাস্থ্যখাতে, ২ দশমিক ৬ শতাংশ শিক্ষাখাতে৷ তারিক মনে করেন, এ অবস্থা চলতে থাকলে সামনের দিনগুলিতে সমস্যা আরো বাড়বে৷

লেখক ও বুদ্ধিজীবী ড. মেহদি হাসান সমস্যার গুরুত্ব বোঝাতে আরো কিছু পরিসংখ্যান দিলেন ডয়চে ভেলেকে৷ ‘‘প্রায় ২ কোটি শিশু স্কুলের বাইরে রয়েছে৷ তার ওপর আরো ৪৩ শতাংশ শিশু পঞ্চম শ্রেণি পাশ করার আগেই ঝড়ে পড়ে৷ জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে এই সংখ্যাও দ্রুতই বাড়তে থাকবে৷''

পাকিস্তানের বর্তমান বাজেট ঘাটতি অনেক বেশি, কমছে রপ্তানিও৷ গত চার বছর ধরে প্রচুর পরিমাণে ঋণ নিয়েও অর্থনীতি চাঙ্গা করতে পারছে না দেশটির সরকার৷

অর্থনীতিবিদ জিয়া উদ্দিন বলছেন, ‘‘এরই মধ্যে আমাদের ঋণের পরিমাণ ৭০ বিলিয়ন ইউরো (সাড়ে ৫ লাখ কোটিরও বেশি) ছাড়িয়েছে৷ জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে ঋণের পরিমাণও বাড়বে৷'' জিয়া উদ্দিন জানান, পাকিস্তানের ট্যাক্স-জিডিপি অনুপাত চার শতাংশ৷

দক্ষিণ এশিয়ায় এ হার সর্বনিম্ন বলেও জানান তিনি৷ বলেন, ‘‘আমাদের সম্পদ এত অপ্রতুল যে এই আদমশুমারির আগেও আমাদের তেমন কিছুই ছিল না৷''

জাতীয় নিরাপত্তায় হুমকি

অনেক বিশ্লেষক মনে করছেন শুধু অর্থনীতি নয়, বর্ধিত জনসংখ্যা হুমকি হয়ে দাঁড়াবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্যও৷ বিশ্লেষক আহসান রাজা বলছেন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপ্রতুল সম্পদ শুধুমাত্র ধর্মীয় এবং জঙ্গিবাদী শক্তিগুলোকেও আরো শক্তি জোগাবে৷

‘‘আমাদের এখনই ৭৯ হাজার নিবন্ধিত ও অনিবন্ধিত মাদ্রাসা আছে৷ গরিব পরিবারগুলো তাদের সন্তানদের আগের চেয়ে বেশি সংখ্যায় এই প্রতিষ্ঠানগুলোতে পাঠাচ্ছে৷''

এ সব মাদ্রাসার বেশিরভাগেয় সম্পূর্ণ বিনামূল্যে থাকার জায়গা এবং খাবার দেয়া হয়৷ ফলে দরিদ্র পরিবারগুলোর মধ্যে মাদ্রাসায় সন্তান ভর্তি করার আগ্রহও ধীরে ধীরে বাড়ছে৷ রাষ্ট্র যত বেশি মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হবে, ততই এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ব্যাঙের ছাতার মতো বাড়বে বলে মনে করেন আহসান রাজা৷

শহরগুলোও যে এই হুমকি থেকে নিরাপদ, তা নয়৷ রাজা বলছেন, শহরেও প্রায় ৩০ হাজারের মতো মাদ্রাসা রয়েছে৷ রাজা সতর্ক করছেন, এ সব মাদ্রাসা থেকে অনেক ‘জিহাদি' এবং ধর্মীয় উগ্রপন্থি বের হবে, এবং শুধুমাত্র নাস্তিক নয়, মুক্তমনা এবং সেক্যুলার কর্মীরাও হবেন তাদের টার্গেট৷

সাত্তার খান/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান