ছয় দশকে এই প্রথম চীনের জনসংখ্যা কমছে
১৭ জানুয়ারি ২০২৩চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএসের হিসেবে ২০২২ সাল শেষে দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার৷ ২০২১ সালের তুলনায় ৮ লাখ ৫০ হাজার কম৷ ৯৫ লাখ ৬০ হাজার জন্মের বিপরীতে মারা গেছেন প্রায় ১ কোটি ৪ লাখ মানুষ৷
১৯৬১ সালের দুর্ভিক্ষের পর এই প্রথম চীনের জনসংখ্যা কমেছে৷ আধুনিক সময়ের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়েছিল সেবার৷ সে সময় মাও সেতুংয়ের কৃষি নীতির সমালোচনাও হয়েছিল৷
এনবিএসের হিসেবে, এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি৷ প্রায় ৭২ কোটি পুরুষের বিপরীতে রয়েছেন ৬৯ কোটি নারী৷ দেশটির এক সন্তান নীতির কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ২০১৬ সালে এই নীতি তুলে নেবার পর অনেক পরিবার তিনটি করে সন্তান নেবার পরও জনসংখ্যা কমার প্রবণতা কমছে না৷ এছাড়া চীনে সন্তান পালনের খরচ বেড়ে যাওয়াও একটি কারণ বলে মনে করা হচ্ছে৷
জাতিসংঘের হিসেবে, ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা ১০ কোটি ৯ লাখের মত কমে যাবে৷ আর শিগগিরই ভারত আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে৷ এরই মধ্যে তাদের জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছেছে বলে বিভিন্ন হিসেবে দেখা গেছে৷
জেডএ/কেএম (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)