ছবিঘরে কমপ্লিট শাটডাউন
কোটা সংস্কার আন্দোলনরতদের ডাকে দেশজুড়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’৷ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনরতদের সংঘর্ষে অন্তত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷ আহত হয়েছেন অসংখ্য৷
সারাদেশে নিহত ১৯
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সংঘাত সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এসব সংঘাত, সহিংসতায় সারাদেশে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷
ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ
রামপুরা, উত্তরা, বাড্ডা, মিরপুর-১০, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ রাজধানীর বিভিন্ন অংশে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এসব সংঘর্ষে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন৷
হামলায় বিটিভির প্রচার বন্ধ
রাজধানীর রামপুরায় বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুরের পর আগুন দেয়া হয়েছে৷ বিকেল তিনটার দিকে ওই হামলা চালানো হয়৷ এরপর থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে৷
চট্টগ্রামে নিহত ২
সংঘর্ষে চট্টগ্রামে নিহত হয়েছেন দুজন৷ বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের মধ্যে তারা গুলিবিদ্ধ হন৷ মোট সাত জন গুলিবিদ্ধ হয়েছে৷ এ ছাড়া আহত হয়েছেন আরো ১০ জন৷ বৃহস্পতিবার দুপুরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ নগরের শাহ আমানত সেতু এলাকা ও বহদ্দারহাট মোড়ে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে৷
মানিকগঞ্জে সংঘর্ষে আহত ১০
কোটা সংস্কারের দাবিতে মানিকগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থী ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে৷ এতে সাধারণ শিক্ষার্থীসহ বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ১০ জন আহত হয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানের গ্যাস ছোঁড়ে পুলিশ৷ পরে আন্দোলনরতরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন৷
বগুড়ায় আহত ১০
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বগুড়া শহরে আলতাফুন্নেছা খেলার মাঠ ও কবি নজরুল ইসলাম সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় শটগানের গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ার মুহুর্মুহু শব্দ শোনা গেছে৷ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
নাটোরে আটক ১০
নাটোর শহরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোঁড়ে আর শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন৷ এতে পুলিশ সুপারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন৷ এই সময় পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে৷
টাঙ্গাইলে আওয়ামী লীগ অফিসে আগুন
বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ এতে দুজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন৷ এক পর্যায়ে আন্দোলনরতরা শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন৷
আলোচনায় সম্মত সরকার
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে সরকার৷ এজন্য আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী৷ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী৷