ছবি এঁকে বর্ণবাদের শিক্ষা
২৪ মার্চ ২০১৩‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড কাউন্সিল' বা এফআইবিবি নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বাচ্চারা একটি ছবি আঁকা প্রকল্পে অংশ নেয়৷ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মেশটিল্ড ক্লাইনে-সালগার তাঁর এক সহকর্মী মোনা খায়ের আল দিন'কে নিয়ে প্রথমে বাচ্চাদের একটি গল্প শোনান৷ তারপর তাদের গল্প অনুসারে ছবি আঁকতে বলা হয়৷
গল্প শুনে আট বছরের নাসরিন একটি কাগজের টুকরায় বাবা মা ও দুই সন্তানের ছবি আঁকা শুরু করে৷ এরপর তাদের রাঙিয়ে তুলতে হবে৷ এজন্য যে রঙ পেন্সিল দেয়া আছে তাতে শুধু হালকা গোলাপি, হালকা বাদামি আর গাঢ় বাদামি রংয়েরই পেন্সিল রয়েছে৷
একটি সন্তানকে রাঙাতে নাসরিন প্রথমে গাঢ় রং বেছে নেয়৷ আর দ্বিতীয় সন্তানটিকে সে দেয় হালকা রং৷
প্রথমে জার্মান ভাষায় তারপর আরবিতে বাচ্চাদের গল্প শোনানো হয়৷ ডয়চে ভেলেকে সালগার বলেন, ‘‘আমাদের সমাজে এখন বহুভাষার লোক বসবাস করে৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে বাস করছে জার্মানিতে৷ আমরা চাই ঐসব দেশের শিশুরা তাদের পারিবারিক ভাষাটা ভালভাবে শিখুক৷ এতে করে দ্বিতীয় ভাষা হিসেবে জার্মান শেখার ভিতটাও শক্ত করা যাবে৷''