আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন, ‘‘চূড়ান্ত হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেয়৷এর পেছনে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক কারণ আছে৷ সেগুলো এখনও বিদ্যমান৷ সমাজ ও রাষ্ট্রের যে অস্থিরতা, যারা এসব নিতে পারেন না তারাই আত্মহত্যার পথ বেছে নেয়৷ যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা পড়া শেষ করেছেন তাদের ওপর পরিবারের চাপ আছে চাকরি বা কর্মসংস্থানের৷ সমাজও তাদের নানা কথা বলে৷''