পাইলটদের ধন্যবাদ তাইওয়ানের প্রেসিডেন্টের
২৮ মে ২০২৪হুয়ালিয়েনের পূর্ব উপকূলীয় বিমান ঘাঁটি পরিদর্শন করেন তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে৷ সেখানে তাইওয়ানের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ ১৬ভি-য়ের বহর রয়েছে৷ এই জেট বিমানগুলোই চীনের মহড়ায় বাগড়া দেয়৷
সম্প্রতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেবার পর প্রেসিডেন্ট হিসেবে লাইয়ের সূচনা বক্তব্যের ‘শাস্তি' হিসেবে তাইওয়ানকে ঘিরে গত বৃহস্পতিবার দুই দিনের সামরিক মহড়া শুরু করে চীন৷ গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চলবলে দাবি করে চীন৷ মহড়ার নিন্দা জানায় তাইওয়ান৷
চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী' বলে আখ্যা দেয়৷ জবাবে লাই বলেন, শুধুমাত্র দ্বীপটির লোকেরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন৷
হুয়ালিয়েনের ঘাঁটিতে পাইলটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন লাই৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি সব ভাই-বোনদের তাদের নিজ নিজ পোস্টে লেগে থাকার জন্য এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ধন্যবাদ জানাতে চাই৷'' তিনি আরো বলেন, ‘‘সাম্প্রতিক দিনগুলিতে চীনা সামরিক মহড়ার প্রতিক্রিয়ায়, সবাই ভালো কাজ করেছে৷''
লাই বলেন, তিনি পাইলটদের প্রতিক্রিয়া এবং তাইওয়ান যোদ্ধাদের দক্ষতা সম্পর্কে বিস্তারিত জেনেছেন৷ তিনি সবাই্কে ২৪ ঘণ্টার শিফটে স্ট্যান্ডবাই থাকার নির্দেশ দিয়েছেন৷
তাইওয়ানের সরকারের বক্তব্য, গণপ্রজাতন্ত্রী চীন যেহেতু দ্বীপটি কখনোই শাসন করেনি, তাই এটি দাবি করার বা এর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকারও তাদের নেই৷
জেডএ/এসিবি (রয়টার্স)
ফেব্রুয়ারির গ্যালারিটি দেখুন: