চীনের প্রবৃদ্ধি, ইউরোপে স্বস্তি
১৭ জুলাই ২০১৩চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশিত হবার পর গোটা বিশ্বের মতো ইউরোপের পুঁজিবাজারও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ কারণ অ্যামেরিকা ও ইউরোপের দুর্বলতার মাঝে চীনের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চীনের নতুন নেতৃত্ব শুধু রপ্তানির উপর নির্ভর না করে দেশের মধ্যে চাহিদা বাড়ানোর উপর জোর দিচ্ছে, যাতে প্রবৃদ্ধির হার কম হলেও স্থিতিশীল থাকে৷ এমন দায়িত্বশীল আচরণ বাজারকে আশ্বস্ত করছে৷
অন্যদিকে মন্দার কারণে ইউরোপের নিজস্ব শিল্পক্ষেত্রের সূচক ওঠানামা করছে৷ মে মাসে তা আবার পড়ে গেছে৷ তবে প্রত্যাশা কম থাকায় বাজার এ বিষয়ে তেমন উদ্বিগ্ন নয়৷ মন্দা ও বেকারত্ব সত্ত্বেও কোনো বড় অঘটনের আশঙ্কা আপাতত নেই৷ যদিও ওইসিডি-র পূর্বাভাষ অনুযায়ী ২০১৪ সালের শেষে ইউরো এলাকায় বেকারত্বের হার রেকর্ড ১২ দশমিক ৩ শতাংশ ছুঁতে পারে৷ অর্থাৎ পরিস্থিতি রাতারাতি বদলে যাবে না৷ অন্যদিকে বেশ কিছুকাল পর ইউরো এলাকা আবার রেটিং এজেন্সিগুলির চাপের মুখে পড়ছে৷ শুক্রবার ফিচ ফ্রান্সের ‘ট্রিপল এ' রেটিং এক ধাপ কমিয়ে দিয়েছে৷ কারণ সে দেশের বিপুল ঋণভার৷ অন্য দুই এজেন্সি আগেই এই পদক্ষেপ নিয়েছিল৷ তবে ফিচ-এর মতে, কাঠামোগত সংস্কার চালালে ফ্রান্সের অর্থনীতির ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠতে পারে৷ এবার ইউরো এলাকার সাময়িক উদ্ধার তহবিল ইএফএসএফ-ও তার ‘ট্রিপল এ' রেটিং হারালো৷
এর মধ্যে ইউরোপ তার ঘর সামলাতে কিছু পদক্ষেপ নিচ্ছে৷ ভবিষ্যতে কোনো ব্যাংক সংকটে পড়লে ইউরোপীয় ইউনিয়ন সুনির্দিষ্ট পদক্ষেপ বেঁধে দিতে চায়৷ ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে গত বুধবার ইইউ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকল্পনা পেশ করেছে, যার পোশাকি নাম এসআরএম৷ এতকাল বেসরকারি ব্যাংক বাঁচাতে করদাতাদের অর্থ ব্যয় করা হচ্ছিল৷ বিভিন্ন দেশের ঋণভার বাড়ার পেছনে এটাও একটা কারণ৷ নতুন পরিকল্পনায় তা এড়ানোর চেষ্টা করা হয়েছে৷ তবে এই প্রশ্নে এখনো ঐকমত্য আসেনি৷ যেমন জার্মানি মনে করে, বর্তমান ইইউ চুক্তির কাঠামোর মধ্যে এটা সম্ভব নয়৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবশ্য এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে৷ ইসিবি চায়, একই কর্তৃপক্ষের আওতায় একই তহবিল থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া হোক৷
দক্ষিণের সংকটগ্রস্ত দেশগুলি চাপে পড়ে সংস্কার ও ব্যয় সংকোচ চালিয়ে যাচ্ছে৷ তার জন্য কিছু প্রশংসাও কুড়াচ্ছে৷ অন্যদিকে বকেয়া কাজের জন্য চাপও বাড়ছে৷ সেইসঙ্গে বাড়ছে জনরোষ৷ গ্রিসে এই নিয়ে চলতি বছরে চারবার হরতাল পালিত হলো৷ আন্তর্জাতিক সাহায্যের শর্ত হিসেবে সে দেশের সরকারকে আরও কর্মী ছাঁটাই করতে হবে৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)