1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে বিষাক্ত গুঁড়ো দুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

হাফসা হোসাইন১৫ সেপ্টেম্বর ২০০৮

বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো গুঁড়ো দুধ খেয়ে চীনে মৃত্যু হয়েছে ২ শিশুর৷ চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মা সিয়াওয়েই সোমবার সংবাদ সম্মলনে জানিয়েছেন এ কথা৷

https://p.dw.com/p/FInF
বিষাক্ত গুঁড়ো দুধ খেয়ে এ পর্যন্ত অসুস্থ হয়েছে ১,২৫৩ শিশুছবি: AP

মা সিয়াওয়েই আরো জানিয়েছেন, বিষাক্ত ওই দুধ খেয়ে এ পর্যন্ত অসুস্থ হয়েছে ১,২৫৩ শিশু৷ এর মধ্যে এই সপ্তাহান্তেই অসুস্থের সংখ্যা ৪৩২৷

পুলিশ জানিয়েছে, গুঁড়ো দুধে রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ভাইকে৷ দুধে প্রোটিনের পরিমাণ বেশি দেখানোর জন্য মেলামাইন মিশিয়ে গত বছর থেকে ব্যবসা করে আসছিলো তারা৷ এ পর্যন্ত ৩ টন দুধে মেলামাইন মিশিয়েছে অভিযুক্তরা৷

China Baby Milch Skandal Sanlu
সানলু গ্রুপের বিষাক্ত ওই গুঁড়ো দুধ হাতে এক অভিভাবকছবি: AP

চিকিত্‌সকদের মতে, মেলামাইনযুক্ত খাবারের কারণে কিডনি বিকল হওয়াসহ শিশুদের দেহে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে৷ আর এই দুধ খেয়েই মে মাসে মৃত্যু হয়েছে প্রথম শিশুটির৷ জুলাইতে মারা গেছে আরেক শিশু৷

বিষাক্ত ওই গুঁড়ো দুধের প্রস্তুতকারক সানলু গ্রুপ৷ চীনে খুবই জনপ্রিয় তাদের পণ্য৷ গত ১৫ বছর সফলভাবে ব্যবসা করছে তারা৷ সানলু গ্রুপের ৪৩ শতাংশের শেয়ার হোল্ডার আবার নিউজিল্যান্ডের বিখ্যাত ডেইরি ফার্ম ফনটেরা৷ তদন্তে বিষাক্ত পদার্থ পাওয়ার পর গত সপ্তাহে গুঁড়ো দুধ উত্‌পাদন বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি৷

নিজেদের উত্‌পাদিত পণ্যের কারণে এই পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছে সানলু গ্রুপ৷

তবে বিষাক্ত এ ব্যাপারে দেরিতে ব্যবস্থা নেয়ার জন্য চীনা কর্মকর্তাদের দোষ দিলো নিউজিল্যান্ড৷ দেশটির প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক টেলিভিশন সাক্ষাত্‌কারে বলেছেন, কয়েক সপ্তাহ ধরেই বিষাক্ত এসব পণ্য ফিরিয়ে আনার জন্য চাপ দেয়া হচ্ছিল৷ কিন্তু চীনের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি আমলে নেননি৷

১০ সেপ্টেম্বর চীনা গণমাধ্যমগুলোতে সানলু ফর্মুলার দুধ খেয়ে শিশুদের অসুস্থ্য হওয়ার খবর প্রকাশের পরদিন আগস্টে উত্‌পাদিত পণ্য ফিরিয়ে নেয়ার ব্যাপারে নোটিশ জারি করে সানলু৷

প্রসঙ্গত, খাদ্রপণ্যে বিষাক্ত উপাদান মেশানোর ঘটনা এর আগেও বেশ কয়েক বার ঘটেছে চীনে৷ ২০০৪ সালে কোন রকম পুষ্টি ছাড়াই উত্‌পাদিত গুঁড়ো দুধ খেয়ে দেশটির পূর্বাঞ্চলীয় শহর আনহুই-তে মৃত্যু মারা যায় ১৩ শিশু৷