চীনে দাঙ্গায় নিহতের সংখ্যা বাড়ছে
৭ জুলাই ২০০৯চীনের তিব্বতের পাশের প্রদেশ হচ্ছে সিনজিয়াং৷ রোববার রাতে সেখানকার সংখ্যালঘু মুসলিম উইগুর ও সংখ্যাগুরু হান সম্প্রদায়ের মধ্যে জাতিদাঙ্গার ঘটনা ঘটে৷ চীনের সরকারী বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে সোমবার পর্যন্ত দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬তে৷ দাঙ্গায় আহত হয়েছে আট শতাধিক লোক, গ্রেফতার করা হয়েছে প্রায় দেড় হাজার লোককে৷ বার্তা সংস্থাগুলোর খবর, প্রাদেশিক রাজধানী উরুমকিতে মোতায়েন করা হয়েছে ২০ হাজার নিরাপত্তা সদস্য৷ সরকার দাবি করছে যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে৷
বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ঘটনার আসল শুরুটা হয় গত মাসে শাওগুয়ান এলাকার একটি কারখানা থেকে৷ সেখানে উইগুর ও হান সম্প্রদায়ের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়৷ যারা ছিলো উইগুর সম্প্রদায়ের অন্তর্ভূক্ত৷ রোববার উরুমকিতে কয়েকশ উইগুর ওই ঘটনার প্রতিবাদে মিছিল বের করে৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উইগুর সম্প্রদায়ের লোকেরা প্রশাসনের কাছ থেকে নানাভাবে বঞ্চিত হয়ে আসার অভিযোগ করে আসছিল৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রোববারের প্রতিবাদ মিছিলে যোগ দেওয়া বেশিরভাগ ছিল বয়সে তরুণ এবং বেকার৷ এক পর্যায়ে মিছিল বড় হতে থাকে এবং কিছুক্ষণ পর মিছিলকারীরা ভাঙচুর শুরু করে৷ চীনা সরকারী বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মিছিলকারীরা হান সম্প্রদায়ের লোকেদের ওপরও হামলা শুরু করলে পুলিশ অ্যাকশনে যায়৷ উভয় পক্ষের মধ্যে এসময় ব্যাপক সংঘর্ষ শুরু হয়৷ তবে উইগুর সম্প্রদায়ের লোকেরা অভিযোগ করেছে যে পুলিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা চালিয়েছে৷ সরকারী বার্তা সংস্থা নিহতের সংখ্যার উল্লেখ করলেও তাদের কতজন উইগুর এবং হান সে সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানায়নি৷ এসব লোক কিভাবে নিহত হয়েছে তাও জানানো হয়নি৷ এদিকে সোমবার রাতে কাশগর শহরের ইদ কাহ মসজিদের বাইরে দুইশ উইগুর মুসলিম সমবেত হওয়ার চেষ্টা করে৷ কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা সিনহুয়া৷
এদিকে চীনের এমন ঘটনায় তদন্ত হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মানির ফেডারেল সরকারের মানবাধিকার কমিশনার গুয়েন্থের নুকে৷
এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট হান্স পোয়েটারিং চীনা কর্তৃপক্ষকে মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন৷ ইটালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংকো ফ্রাত্তিনি সিনজিয়াং এর পরিস্থিতির বিষয়ে বিশদ জানানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়