1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনামাটির সুইস কারিগর

এলিজাবেট ইয়র্ক ফন ভারটেনবুর্গ/এআই১২ মার্চ ২০১৫

চীনামাটি এক ভিন্ন ব্যবহার দেখাচ্ছেন সুইস শিল্পী আর্নল্ড আনেন৷ চীনামাটি দিয়ে তিনি তৈরি করছেন অত্যন্ত পাতলা কিন্তু বড় সব বোল বা বড় বাটি৷ সেগুলোকে শৈল্পিক রূপ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন এই শিল্পী৷

https://p.dw.com/p/1Ep3B
DW euromaxx 26.12.2014 Keramikkünstler
ছবি: DW/M. Schneider

সাদা, কাগজের মতো পাতলা এবং স্বচ্ছ – সুইস আর্টিস্ট আর্নল্ড আনেন-এর তৈরি বোল বা বড় বাটির বৈশিষ্ট এগুলো৷ চিনামাটির তৈরি তাঁর পাত্রগুলো মাত্র এক মিলিমিটার পুরু হয়৷ আনেন তাঁর পাত্রে ব্যবহৃত উপাদানের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেন৷

তিনি বলেন, ‘‘স্বচ্ছ চিনামাটির বাসনপত্র আমাকে সবসময় মুগ্ধ করে৷ কারণ এগুলো তুষারের মতো সাদা৷ আপনার কোনো রং যোগ করার প্রয়োজন নেই৷ কেন না দিনের একেক সময় আলো একেকরকম হয়৷ আর সেগুলো এ সব পাত্রের রং-ও বদলে দেয়৷''

বর্তমান যুগে সেরামিকস নিয়ে কাজ করা শিল্পীদের মধ্যে অন্যতম আর্নল্ড আনেন৷ সুইজারল্যান্ডে তিনিই প্রথম শিল্পী, যিনি কিনা চিনামাটির পাত্রে এসব ডিজাইন শুরু করেন৷ তাঁর তৈরি কাগজের মতো পাতলা বড় বাটি বিশেষ শব্দও সৃষ্টি করে৷

Claydies Designerduo Primadonna
ছবি: Kähler Design

অনেক সেরামিক শিল্পী অন্যদের দিয়ে কাজ করান৷ কিন্তু আনেন বাসেলে তাঁর স্টুডিওতে নিজেই কাজ করেন৷ সঙ্গী ভিওলেটে ফাসবেন্ডার-কে ছাড়া এসব কাজ করা তাই তাঁর পক্ষে কঠিন৷ তিনি নিজেও একজন সেরামিক শিল্পী৷

মৃৎশিল্পী ভিওলেটে ফাসবেন্ডার বলেন, ‘‘সে চাকি ঘোরাতে পারে না, সময়ের হিসেবও রাখতে পারে না৷ এমনকি সব উপাদান একসঙ্গে ঢালতেও পারে না৷ এসব কাজের জন্য তাই তাঁর আরেক জোড়া হাতের দরকার হয়৷''

শিক্ষানবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করে ছিলেন আর্নল্ড আনেন৷ অতীতে এই কাজকে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করা হতো না৷ এটা ছিল মূলত থালাবাসন তৈরির ব্যাপার৷ আর এখন তা শিল্প৷ এই শিল্প নিয়ে আনেন এখনো পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ চীনামাটির সহনশীলতার সর্বোচ্চ পরীক্ষা তাঁর লক্ষ্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য