ঘুসের ঝুঁকিতে থাকা শীর্ষ দেশগুলো
ঘুস দেওয়া-নেওয়ায় সবথেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুসবিরোধী বৈশ্বিক সংগঠন ট্রেস ইন্টারন্যাশনাল৷ এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ৷
কেমন করে এই সূচক
সরকারের সঙ্গে ব্যবসায়িক মিথস্ক্রিয়া, ঘুস-বিরোধী তত্ত্ব ও প্রয়োগ, সরকার ও সিভিল সার্ভিসের স্বচ্ছতা এবং দুর্নীতি পর্যবেক্ষণ প্রকাশে সুশীল সমাজের সক্ষমতা ও গণমাধ্যমের ভূমিকা- প্রধানত এই চারটি ক্ষেত্রে ভালো-মন্দ বিবেচনায় ১-১০০’র মধ্যে স্কোরের ভিত্তিতে ঘুসের ঝুঁকি পরিমাপ করা হয়েছে৷ এই সূচকে ২০০টি দেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে৷
স্কোর নির্ধারণ
ভালো-মন্দ বিবেচনায় ১-১০০’র মধ্যে যে দেশের স্কোর বেশি সেই দেশে ঘুসের ঝুঁকি সবথেকে বেশি৷ আর যে দেশের স্কোর সব থেকে কম সে দেশে ঘুস লেনদেনের ঝুঁকিও তত কম৷
শীর্ষে সোমালিয়া
ট্রেস ইন্টারন্যাশনালের ২০১৯ সালের সংস্করণে ঘুসের ঝুঁকির ক্ষেত্রে ৯৪ স্কোর নিয়ে সব থেকে তলানিতে রয়েছে সোমালিয়া৷ এর অর্থ হলো এই দেশে ঘুসের ঝুঁকি সব থেকে বেশি৷
দক্ষিণ সুদান
ঘুস দেওয়া-নেওয়ার ক্ষেত্রে উত্তর আফ্রিকার এই দেশটি ৯২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে৷
উত্তর কোরিয়া
পূর্ব এশিয়ার এই রাষ্ট্রটি ৮৬ স্কোর নিয়ে ঘুস লেনদেনের ঝুঁকির তালিকায় খারাপের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে৷
ইয়েমেন
মধ্যপ্রচ্যের এই দেশটি ৮৫ স্কোর নিয়ে আছে চতুর্থ স্থানে৷
ভেনেজুয়েলা
ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত এই রাষ্ট্রটি ঘুস লেনদেনের ঝুঁকির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে৷ চারটি ক্ষেত্রে ভালো-মন্দ বিবেচনায় এই দেশের স্কোর ৮৫ হলেও অন্যান্য সূচক বিবেচনায় দেশটির অবস্থান ইয়েমেনের নিচে৷
চাড
মধ্য আফ্রিকার এই দেশটিতে নানা ধর্ম-বর্ণের মানুষের বসবাস৷ ঘুস দেওয়া-নেওয়ায় ৮৪ স্কোর নিয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এর অবস্থান ষষ্ঠ৷
লিবিয়া
যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি ৮২ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুসবিরোধী বৈশ্বিক সংগঠন ট্রেস ইন্টারন্যাশনালের ঘুস দেওয়া-নেওয়ায় সবথেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে৷
তুর্কমেনিস্তান
লিবিয়ার সমান পয়েন্ট (৮২) হলেও অন্যান্য সূচক বিবেচনায় ঘুস দেওয়া-নেওয়ায় সবথেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় তুর্কমেনিস্তানের অবস্থান অষ্টম৷
ইকুয়েটোরিয়াল গিনি
স্কোর ৮২ হলেও প্রধান চারটিসহ অন্যান্য সূচক বিবেচনায় মধ্য আফ্রিকার দেশটির অবস্থান নবম স্থানে৷
ডিআর কঙ্গো
আফ্রিকা মহাদেশের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র কঙ্গোর স্কোর ৮২ হলেও অন্য সূচক বিবেচনায় তালিকায় এর অবস্থান দশম৷ বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে ঘুসের ঝুঁকির বিষয়ে ব্যবসায়ী মহলে আরও বেশি নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন মেটাতে ২০১৪ সালে প্রথম এই সূচক প্রকাশ করে ট্রেস ইন্টারন্যাশনাল৷
কম ঝুঁকির ৫ দেশ
এই সূচকে সবচেয়ে কম ঘুসের ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশ হলো- নিউজিল্যান্ড (৪ পয়েন্ট), নরওয়ে (৭ পয়েন্ট), ডেনমার্ক (৭ পয়েন্ট), সুইডেন (৮ পয়েন্ট) এবং ফিনল্যান্ড (৯ পয়েন্ট)৷ সব থেকে খারাপ অবস্থানে থাকা সোমালিয়ার স্কোর ৯৪৷
বাংলাদেশ ১৭৮তম
ঘুসের ঝুঁকির ক্ষেত্রে গতবারের চেয়ে দুই পয়েন্ট বেড়ে এবার ৭২ স্কোর নিয়ে বাংলাদেশ ১৭৮তম অবস্থানে আছে৷ এর অর্থ হলো- এদেশে ঘুসের ঝুঁকি আগের চেয়ে বেড়েছে৷ এই তালিকায় ৪৮ স্কোর নিয়ে ভারত ৭৮তম এবং ৬২ স্কোর নিয়ে পাকিস্তান ১৫৩তম অবস্থানে আছে৷
এসআই/জেডএইচ (ট্রেস ইন্টারন্যাশনাল ডটঅর্গ)