1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুস কেলেঙ্কারিঃ সারা জীবনের জন্যে নিষিদ্ধ হতে পারেন ৩ খেলোয়াড়

৩ সেপ্টেম্বর ২০১০

পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান বাট এবং উদ্বোধনী বোলারদ্বয় মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের সারা জীবনের জন্যে ক্রিকেট থেকে নিষিদ্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/P35f
মোহাম্মদ আসিফছবি: AP

ঘুস কেলেঙ্কারি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি-র দুর্নীতি বিরোধী কোডের অধীনে বৃহস্পতিবার তাদেরকে অভিযুক্ত করার পর, এই আশঙ্কা দেখা দেয়৷

আইসিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, ঘুস কেলেঙ্কারির মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরণের ক্রিকেট এবং এই সম্পর্কিত সব কর্মকান্ড থেকে সাময়িকভাবে এই তিনজনকে বরখাস্ত করা হলো৷ তবে ১৪ দিনের মধ্যে অভিযুক্তরা একটি স্বতন্ত্র ট্রাইবুনালে আপিল করতে পারবেন৷ আইসিসি-র প্রধান হারুন লরগাট বলেছেন, এই ধরণের ঘটনার দিকে আমরা অবশ্যই নজর দেবো এবং যদি প্রমাণ হয়, তবে কঠিন শাস্তি হিসেবে তাদেরকে সারা জীবনের জন্যে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হতে পারে৷ তিনি বলেন, তবে বিচারের আগেই এই তিন খেলোয়াড়কে দোষী না বলাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার৷ এবং স্বতন্ত্র ট্রাইবুনালই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে৷

Pakistan Cricket Manipulation
পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান বাট (মাঝখানে)ছবি: AP

বৈঠকের জন্যে লন্ডনের পাকিস্তান হাইকমিশনে এই তিন খেলোয়াড় যাবার সময় সেখানে চিত্রগ্রাহক, ক্যামেরা ক্রু এবং রিপোর্টারদের ভিড়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়৷ এদিকে পাকিস্তান হাই কমিশনার ওয়াজিদ শামসুল হাসান বলেছেন, ‘‘খেলোয়াড়রা বলেছে, যা ঘটেছে, তা তাদেরকে চরমভাবে বিরক্ত করেছে এবং তারা বলেছে, যে তারা সম্পূর্ণ নির্দোষ৷''

প্রতিবেদনঃ ফাহমিদা সুলতানা

সম্পাদনাঃ আরাফাতুল ইসলাম