1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয়রা গ্রীষ্মের ছুটিতে বেড়াতে পারবেন?

১৩ মে ২০২০

ইউরোপে বিধ্বস্ত পর্যটন ক্ষেত্র ধীরে ধীরে আবার চালু করার উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় কমিশন৷ করোনা সংকট সত্ত্বেও নির্দিষ্ট নিয়ন্ত্রণের মাধ্যমে ইউরোপের মধ্যে ভ্রমণ সংক্রান্ত কিছু প্রস্তাব রাখা হচ্ছে৷

https://p.dw.com/p/3c99J
ছবি: imago images/F. Sorge

সদস্য দেশগুলির মধ্যে সীমান্ত কার্যত নিষ্ক্রিয় রাখাই ইউরোপীয় ইউনিয়নের শক্তির অন্যতম মূল উৎস৷ কেনাকাটা বা কাজের সূত্রে সীমান্তবর্তী এলাকার মানুষ অনায়াসে নিজের দেশ থেকে প্রতিবেশী দেশে যাতায়াত করেন৷ অথচ করোনা সংকটের জের ধরে ইউরোপের অভ্যন্তরীণ সীমান্ত মানুষের যাতায়াতের জন্য বন্ধ রাখতে হচ্ছে৷ শুধু ইইউ নাগরিক নয়, শেঙেন এলাকার ২৬টি দেশের মধ্যে কমপক্ষে ১৭টি দেশ সীমান্তে জরুরি নিয়ন্ত্রণ চালু করায় ইউরোপের বাইরের পর্যটকরাও সমস্যায় পড়ছেন৷ ফলে বিশেষ করে পর্যটন ক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইউরোপীয় মূল্যবোধ ও সংহতি নিয়েও প্রশ্ন উঠছে৷ ধাপে ধাপে সীমান্ত খুলে দেবার জন্য বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে৷

সেই ডাকে সাড়া দিয়ে বুধবার ইইউ কমিশন কিছু নির্দিষ্ট প্রস্তাব পেশ করছে৷ আসন্ন গ্রীষ্মকালীন ছুটির সময় পর্যটন ক্ষেত্র যাতে কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, সেই লক্ষ্যে সদস্য দেশগুলির উদ্দেশ্যে পদক্ষেপ নেবার আহ্বান জানাচ্ছে ইইউ৷ ঢালাওভাবে সব মানুষের জন্য সীমান্ত ও ভ্রমণের সুযোগ বন্ধ না রেখে করোনা সংক্রমণ মোকাবিলা করতে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ চালু করা যেতে পারে৷ পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অভ্যন্তরীণ সীমান্ত খুলে পর্যটকদের প্রবেশের পথে বাধা দূর করার প্রস্তাব দিচ্ছে ইইউ৷ সংক্রমণ বাড়লেও স্বাস্থ্য পরিষেবা কাঠামোর পরিস্থিতি সামাল দেবার ক্ষমতা থাকলে পর্যটনের পথে বাধা দূর করা উচিত৷

বল্টিক এলাকার তিনটি দেশ আগামী ১৫ই মে থেকে নিজেদের নাগরিকদের জন্য সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে ইইউ-র কিছু দেশের মধ্যে এমন বিচ্ছিন্ন ‘ভ্রমণের বুদবুদ’-এর মডেল নিয়েও আলোচনা হচ্ছে৷ অর্থাৎ যে সব দেশে করোনা সংকট মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, সেগুলির মধ্যে এক ধরনের ‘পর্যটন করিডোর' সৃষ্টি করে গ্রীষ্মের ছুটির সময় পর্যটনে উৎসাহ দেওয়া হতে পারে৷

ইইউ কমিশনের সূত্র অনুযায়ী বর্তমান সংকটের আগে ইউরোপের পর্যটন ক্ষেত্রে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ কর্মরত ছিলেন৷ তার মধ্যে ৬৪ লাখ মানুষ কাজ হারাতে পারেন৷ নিজস্ব সূত্র অনুযায়ী চলতি বছরের প্রথম তিন মাসেই এই ক্ষেত্র ৮০ থেকে ৯০ শতাংশ লোকসানের মুখ দেখেছে৷ উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ‘আউটপুট'-এর প্রায় দশ শতাংশই পর্যটন ক্ষেত্র থেকে আসে৷ তাই এই ক্ষেত্রকে বাঁচাতে বিশাল অঙ্কের আর্থিক সহায়তার প্রয়োজন হবে বলে পর্যটন সংগঠনগুলি জানিয়েছে৷

করোনা সংকটের কারণে যে সব ভ্রমণ বাতিল করতে হয়েছে, বিমান সংস্থাগুলি সেগুলির টিকিটের নগদ দাম গ্রাহকদের ফেরত না দিয়ে ভবিষ্যতে ভ্রমণের ভাউচার দিচ্ছে৷ জার্মানিসহ কিছু ইইউ সদস্য দেশের ডাকে সাড়া দিয়ে ইইউ কমিশন গ্রাহকদের অধিকার সংক্রান্ত আইন আপাতত বাতিল করতে নারাজ৷ ফলে ফ্লাইট বাতিল হলে টিকিটের পুরো দাম আদায় করার অধিকার অটুট থাকছে৷

বুধবার ইইউ দেশগুলির মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত খুলে দেবার উদ্যোগ সত্ত্বেও এখনো বহির্সীমানা খোলার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না৷ কমপক্ষে ১৫ই জুন পর্যন্ত এই সীমানা বন্ধ থাকছে৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)