গ্রামীণ ব্যাংকে থেকে যেতে বিকল্প ভাবছেন ইউনূস
৩১ মার্চ ২০১১বিশ্বকাপ
সবকটা পত্রিকার প্রথম পাতাতেই বিশ্বকাপের খবর বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে৷ কারণ খেলার প্রতিবেদন ও ছবি ছাড়াও প্রায় সব কাগজেই খেলা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলাদা রিপোর্ট রয়েছে৷ যেমন ইত্তেফাক বলছে খেলা উপলক্ষ্যে মোহালিতে দুই দেশের মানুষের মধ্য মহামিলন ঘটেছিল৷ সমকাল বলছে খেলার মাঝ বিরতিতে দু'দেশের প্রধানমন্ত্রী নৈশভোজে যোগ দিয়েছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করেছেন৷ এর মাধ্যমে দু'দেশের মধ্যে বিরাজমান বৈরী সম্পর্কের বরফ গলবে কি না তা নিয়ে প্রতিবেদন ছেপেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ আর যুগান্তর বলছে টেন্ডুলকারের কাল সেঞ্চুরির সেঞ্চুরি না হয়ে ভালই হয়েছে৷ কারণ ৮৫ রান করার পথেই তিনি চারবার ‘জীবন' পেয়েছেন৷ এভাবে সেঞ্চুরি পেলে সেটা একটা কলংক হয়েই থাকতো বলে মন্তব্য করেছে পত্রিকাটি৷
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর ব্যাপারে একমত হয়েছে৷ এই খবরটিকেই শিরোনাম করা হয়েছে সব পত্রিকায়৷ ডেইলি স্টার এটাকেই আজকে তাদের প্রধান শিরোনাম করেছে৷ খবরে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি যেন জরুরি অবস্থা ঘোষণা কিংবা অধ্যাদেশ জারির মতো কিছু করতে না পারেন সেজন্য সংবিধানে কিছু বিধান যুক্ত করার সুপারিশ করবে সংসদীয় বিশেষ কমিটি৷ এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতে একটি শুনানি চলাকালে ব্যারিস্টার রফিক-উল হক ও ড. এম জহির যেসব সংস্কার প্রস্তাব দিয়েছেন সেগুলোও এসেছে বিভিন্ন পত্রিকায়৷
ড. ইউনূস
সমকাল বলছে যেভাবেই হোক গ্রামীণ ব্যাংকে থেকে যাওয়ার বিকল্প নিয়ে ভাবছেন ড. ইউনূস৷ এমনটাই নাকি তিনি বলেছেন আলোচনার সময়৷ এছাড়া বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে থাকা যায় কিনা সেই পরিকল্পনা করছেন ড. ইউনূস৷ ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে যে, আজ অ্যামেরিকার আড়াইশো'রও বেশি থিয়েটারে ইউনূসকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে৷ আর কালের কন্ঠ বলছে ড. ইউনূসের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়েছে৷ এ সংক্রান্ত ছবিও ছেপেছে পত্রিকাটি৷
গ্রন্থনা: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম