গ্যাসের আগুনে গাজীপুরে চারজনের মৃত্যু
১১ জানুয়ারি ২০২১সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডেরসূত্রপাত হয়৷ পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান স্টেশন কর্মকর্তা কবিরুল আলম৷
আগুন লাগার সময় এসব বসত ঘরের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন৷ অন্যরা বেরোতে পারলেও একটি বাড়ির চারজন ঘরের ভেতরেই জীবন্ত দগ্ধ হন৷ এরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাইন্দাইল এলাকার মো. মিলন মিয়া (৪০) তার স্ত্রী মুন্নি বেগম (৩০), একই এলাকার আশরাফ আলীর ছেলে মো. ফরহাদ হোসেন (৪০) ও একই জেলার জগন্নাথপুরের পলাশবাড়ি এলাকার ওসমান গনির ছেলে মো. আব্দুল আউয়াল মিয়া (৪০)৷
কবিরুল আলম বলেন, ভোরে কালামপুর পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ভাড়া বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনেরসূত্রপাত হয় এবং পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে ৷ এসব ঘরে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন৷তিনি জানান, যে ৬১টি ঘর আগুনে পুড়েছে, তার মধ্যে ৫০টি ঘরে ভাড়াটে ছিল৷ বাকি ১১টি কক্ষ ছিল খালি৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)