1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিও

৭ অক্টোবর ২০১৬

মায়ের সঙ্গে রাস্তায় বের হয়ে গৃহহীনদের দেখে ইংল্যান্ডের পাঁচ বছরের মেয়ে ব্রুক ব্লেয়ার তাদের সহায়তা করতে চেয়েছে৷ এ জন্য সে প্রধানমন্ত্রী টেরেসা মে'কেও অনুরোধ করেছে৷

https://p.dw.com/p/2Qzhy
Großbritannien Obdachlose in Liverpool
ছবি: picture-alliance/JOKER

গৃহহীনদের দেখে প্রথমে সে তার মা হোলি ম্যাথুসকে তাদের জন্য বাড়ি কিনে দিতে অনুরোধ করেছিল৷ পরে যখন তার মা তাকে জানায় যে, তার জন্য পর্যাপ্ত অর্থ তার (ম্যাথুস) কাছে নেই তখন সে (ব্লেয়ার) প্রশ্ন করে, তাহলে কে সেটি করতে পারবে? রানি? তখন মা মেয়েকে প্রধানমন্ত্রী টেরেসা মে'র কথা জানান৷

Großbritannien Obdachlose in Liverpool
ছবি: picture-alliance/JOKER

এরপরই ব্লেয়ার গৃহহীনদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে৷ এই বক্তব্যের ভিডিও ইউটিউবে আপলোড করেন ম্যাথুস৷

পরবর্তীতে এটি ফেসবুকেও আপলোড করা হয়৷ ইউটিউবে ম্যাথুসের ভিডিওটি এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশিবার দেখা হয়েছে৷ তবে ভিডিওটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে বেশ কয়েকটি গণমাধ্যম৷ সেখানেও ভিডিওটি শেয়ার করা হলে অনেকে সেটি দেখছেন৷

ভিডিওতে ব্লেয়ারকে বলতে দেখা গেছে, ‘‘গতকাল রাতে আমি রাস্তায় বের হয়ে শত শত, মিলিয়ন মিলিয়ন গৃহহীন মানুষ দেখেছি৷... টেরেসা মে আপনাকেও সেখানে যেতে হবে৷ তাদেরকে বিস্কুট, হট চকলেট, স্যান্ডউইচ দিতে হবে৷ তাদের জন্য বাড়ি বানাতে হবে৷''

ব্লেয়ারের এই আহ্বানের প্রশংসা করছেন অনেকে৷ এর মধ্যে কেউ আবার তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবেও বিবেচনা করছেন৷

জেডএইচ/এসিবি (আইটিভি, ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান