1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, দুইজন গ্রেপ্তার

৬ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে ঘরের জানালা দিয়ে এক গৃহবধূকে অ্যাসিড ছুড়ে মারায় তিনি হাসপাতালে৷ এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ যৌতুকের দাবিতে স্বামীর পরিবার নির্যাতন করে বলে অভিযোগ গৃহবধূর মায়ের৷

https://p.dw.com/p/3zxal
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

রোববার সন্ধ্যায় মামলার পর তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ফুলগাজী থানার পরিদর্শক মো. আবু তাহের৷ গ্রেপ্তারকৃতরা হলেন গৃহবধূর স্বামীর ভাগ্নে আবদুল্লাহ আল মিনার ও গৃহবধূর ফুফাত দেবর তারেক মজুমদার৷ ২৬ বছর বয়সি গৃহবধূ জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের চৌধুরীবাড়ির লিখন খানের স্ত্রী৷

রোববার বাড়িতে থাকার সময় ঘরের জানালা দিয়ে তার বোনের গায়ে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে গৃহবধূর বোন অভিযোগ করেন৷ গৃহবধূকে ফেনী সদর হাসাপাতালে ভর্তি করা হয়৷ এসিডে গৃহবধূর মুখ, গলা ও হাতের কিছু অংশ ঝলসে গেছে৷ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাবু৷

যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামীর পরিবার নির্যাতন করে বলে গৃহবধূর মা অভিযোগ করেন৷

গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগে তিনজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন গৃহবধূর মা৷ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওয়তায় আনা হবে বলে জানান পরিদর্শক তাহের৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

২০১৯ সালের গ্যালারি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান