গুগলে কাকে খোঁজেন বাংলাদেশিরা
২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসের শীর্ষে ছিলেন বিদেশি তারকা আর পর্ন অভিনেত্রীরা৷ কিন্তু গত বছর সেখানে পরিবর্তন এসেছে৷ দেশের ক্রিকেটাররাই এখন ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে৷
১০. ডা. দীপু মনি
২০১৯ সালে বাংলাদেশে গুগলে যাদেরকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে ১০ নম্বরে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ ট্রেন্ডসের গ্রাফে তাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ছয় জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সময়ে৷
০৯. আরমান আলিফ
গুগল ট্রেন্ডসে নয় নম্বরে আছেন সঙ্গীত শিল্পী আরমান আলিফ৷ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন ভক্তরা৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে রাজশাহী বিভাগ থেকে৷
০৮. কিয়ানু রিভস
ট্রেন্ডসে আট নম্বরে রয়েছেন ক্যানাডিয়ান অভিনেতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী কিয়ানু রিভস৷ তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ৯-১৫ জুন৷
০৭. মোহাম্মদ মিঠুন
গত বছরে গুগল ট্রেন্ডসের সেরা দশে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন৷ তাঁকে বেশি খোঁজা হয়েছে ১০-১৬ নভেম্বর৷ এছাড়া জুনে বিশ্বকাপ চলাকালে তাকে নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশিদের৷
০৬. মুশফিকুর রহিম
ট্রেন্ডসে মিঠুনের উপরে রয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম৷ বিশ্বকাপ, ভারত সফরসহ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন আগ্রহীরা৷
০৫. সামজ ভাই
গুগল ট্রেন্ডসে পাঁচে রয়েছেন সঙ্গীত শিল্পী সামজ ভাই৷ গত জুন থেকে শুরু করে বছরজুড়েই আগ্রহ ছিল ইন্টারনেটে তাকে নিয়ে৷
০৪. সারা আলী খান
বাংলাদেশে গুগল ট্রেন্ডসে শীর্ষদের মধ্যে আছেন ভারতীয় অভিনেত্রী সারা আলী খানও৷ তার অবস্থান চতুর্থ৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে৷
০৩. আফিফ হোসেন
বিপিএলে নজরকাড়া পারফরমেন্সের পর ২০১৮ সালে বাংলাদেশে টি টোয়েন্টি দলে জায়গা পান ২০ বছর বয়সী ক্রিকেটার আফিফ হোসেন৷ গত বছর গুগলে তাকে নিয়ে তুমুল আগ্রহে ছিল ৮-১৪ সেপ্টেম্বর সময়টাতে৷
২. মোহাম্মদ নাইম
গুগল ট্রেন্ডসে দ্বিতীয় অবস্থানে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ নাঈম৷ মূলত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে৷
০১. সাকিব আল হাসান
২০১৯ সালটা নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান৷ মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব কিংবা আইসিসির নিষেধাজ্ঞা বছর জুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ বাংলাদেশ থেকে সার্চে তিনিই ছিলেন তাই গুগল ট্রেন্ডসের শীর্ষে৷
২০১৮ সালে যারা ছিলেন
২০১৮ সালে বাংলাদেশ থেকে যেসব ব্যক্তিদের সার্চ করা হয়েছে গুগলে তাদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ এরপর ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রিটিশ রাজকুমারী মেগান মার্কেল৷ চতুর্থ অবস্থানে ছিলেন পর্ন অভিনেত্রী মিয়া খলিফা আর পঞ্চম সানি লিওন৷ ফুটবলার এমবাপ্পে, পর্ন অভিনেত্রী মিয়া মালকোভা, শিল্পী নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলমও ছিলেন তালিকায়৷