1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবে গীতা

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
১৪ জুলাই ২০১৭

‘‌ঘরের মেয়ের‌’ বিয়ে দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ কন্যাদান করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ এক যুগ আগে সীমান্ত পার হয়ে পাকিস্তানে চলে যাওয়া ছোট্ট সেই মেয়েটি এখন যুবতী৷ পাত্র নিজেই খুঁজছে গীতা৷

https://p.dw.com/p/2gVmZ
২০১৫ সালে ভারতে ফেরেন গীতাছবি: Picture alliance/AP Photo/S. Adil

তখন আর বয়স কত হবে?‌ মেরেকেটে সাত-আট!‌ সমঝোতা এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে লাহোর পৌঁছে গিয়েছিল ছোট্ট মেয়েটি৷ ট্রেনের কামরায় তাকে খুঁজে পায় পাকিস্তানি সেনা৷ নাম-ঠিকানা জিজ্ঞেস করে লাভ হয়নি৷ শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়েছিল শিশুকন্যাটি৷ পরে বোঝা যায় সে মূক ও বধির৷ তারপর প্রায় ১৫ বছর কেটে গেছে৷ এক দশকের বেশি সময় ধরে পাকিস্তানের ‘ইধি ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে ছিল গীতা৷ দু'‌বছর আগে ঘরের মেয়ে ঘরে ফিরেছে৷

নিঃসন্দেহে প্রশংসা করার মতো: গোপা মুখার্জি

শিশুদের কথা বলা ও ভাষাগত জটিলতা, যোগাযোগে ঘাটতিজনিত সমস্যা এবং অটিজমদের নিয়ে কাজ করেন গোপা মুখার্জি৷ তিনি নিজের উদ্যোগে গড়ে তুলেছেন ‘‌অনুভূতি’ নামক একটি সংস্থা৷ গীতার বিয়ের কথায় তাঁর প্রতিক্রিয়া, ‘‘‌নিঃসন্দেহে প্রশংসা করার মতো৷ পৃথিবীর বিভিন্ন দেশে এমন উদ্যোগ দেখা গেলেও, ভারতে এর আগে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি৷ এমন একটা সময় গীতার মতো একটা মেয়ের মনের কথা বুঝে বিদেশমন্ত্রী যে তাঁর বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ৷’’

গোপা মুখার্জির আশা, আগামীদিনে নিশ্চয় গীতার স্বপ্ন পূরণ হবে৷ তবে এখন আর সেদিনের সেই ছোট্ট মেয়েটি নেই সে৷ নয় নয় করে চব্বিশে পা দিয়েছে গীতা৷ তাই এবার তাঁর বিয়ে দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার৷

‘‌‘বিদেশমন্ত্রী ‌সুষমা স্বরাজ তাঁর দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি যে সমস্ত জনকল্যাণের কাজ করে চলেছেন, তার তুলনা নেই৷ ভারত-‌পাকিস্তানের কাশ্মীরকেন্দ্রীক সমস্যার মধ্যেও গীতাকে দেশে ফিরিয়ে এনে উনি প্রমাণ করেছেন যে, মানবিকতার দিক থেকে ভারত এখনও অনেক উচ্চস্থানে অবস্থান করে৷ আসলে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি সুষমা স্বরাজের মধ্যে ফুটে উঠেছে৷’’ – এভাবেই কথাগুলো বলছেন ‘‌ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ’-‌এর প্রাক্তন অনুবাদক শৃনন্তী দে৷

ভারতীয় সভ্যতা, সংস্কৃতি সুষমা স্বরাজের মধ্যে ফুটে উঠেছে: শৃনন্তী দে

বর্তমানে মধ্যপ্রদেশের ইন্দোরের ‘মূক ও বধির সংগঠন’-এর আবাসিক সংস্থার অধীনে রয়েছেন তিনি৷ মধ্যপ্রদেশ গেলেই তাঁর সঙ্গে দেখা করেন ‘‌অভিভাবক’ সুষমা স্বরাজ৷ বিদেশমন্ত্রীর কাছে গীতা নিজেই বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন৷ পরে সুষমা বলেছেন, ‘‌‘‌গীতা নিজে থেকে যাকে পছন্দ করবে তার সঙ্গেই ওর বিয়ে দেবো৷ বিয়ের অনুষ্ঠানের যাবতীয় ভার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে৷ গীতা ওঁকে মামা পাতিয়েছে বলে কথা! তাই উনিই কন্যাদান করবেন৷’’

২০১৫ সালের অক্টোবর মাসে গীতাকে ভারতে ফিরিয়ে আনা হয়৷ সেই থেকে মধ্যপ্রদেশের আবাসনে রয়েছে সে৷ হাজার চেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত তার পরিবারকে খুঁজে বের করা যায়নি৷ তারমধ্যে ‌ক'‌দিন আগেই তাকে নিয়ে হইচই পড়ে যায়৷ আচমকা নাকি আবাসন থেকে ৪৫ মিনিটের জন্য গায়েব হয়ে যায় গীতা৷ পরে অবশ্য স্থানীয় অন্নপূর্ণা মন্দিরে তার খোঁজ মেলে৷ আবাসন কর্তৃপক্ষ ভেবে বসে, এখানে হয়ত মানিয়ে নিতে পারছে না গীতা৷ পাকিস্তানের জন্য তার মন কেমন করছে৷ তড়িঘড়ি তখন সেখানে পৌঁছান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ আবাসন কর্তৃপক্ষকে তিনি নিশ্চিন্ত করেন যে, পাকিস্তানের কথা ভেবে মোটেই দুঃখী নয় গীতা৷ মন চেয়েছিল বলে মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিল৷ তবে গীতার ভবিষ্যত নিয়ে যছেষ্ট উদ্বিগ্ন তিনি৷ তাই তার বিয়ে দেওয়াই এখন মূল লক্ষ্য৷

আসুন, গীতার মতো আমরা সবাই সুষ্ঠুভাবে বেঁচে থাকার চেষ্টা করি: ইন্দ্রানী বিশ্বাস

একাধিক বিউটি পার্লার চালান ইন্দ্রানী বিশ্বাস৷ নিত্যদিন শ'‌য়ে শ'‌য়ে মহিলাদের সঙ্গে কথা বলতে হয় তাঁকে৷ অনেকেই তাঁকে মনের কথা বলেন৷ গীতার বিয়ের খবর শুনে ইন্দ্রানী বললেন, ‘‌‘‌একজন নারী হিসেবে অনেক সমস্যার সঙ্গে লড়াই করে যাঁরা বেঁচে আছেন, তাঁদের কাছে গীতা একটি অনু্প্রেরণা৷ গীতা যদি স্বপ্ন দেখতে পারে, স্বপ্নপূরণের রাস্তা খুঁজে বের করতে পারে, তাহলে আমরা কেন পারবে না? নিশ্চয় পারব!‌ আসুন, গীতার মতো আমরা সবাই সুষ্ঠুভাবে বেঁচে থাকার চেষ্টা করি৷’’

আপাতত পাত্র খোঁজা চলছে গীতার জন্য৷ যদিও গীতাই শেষমেশ পছন্দ করবে যে, তার বর কে হবেন৷ এ বিষয়ে গীতার সঙ্গে কথা বলেন সু্ষমা স্বয়ং৷ গীতা নিজের ইচ্ছের কথা সুষমাকে জানান৷ গীতাকে বিদেশমন্ত্রী বলেন, ‘‌‘‌খুব শীঘ্রই তোমার বিয়ে দেওয়া হবে৷ তোমার ‘‌মামা’ শিবরাজ কন্যাদান করবেন৷’’ মধ্যপ্রদেশে মেয়েরা মুখ্যমন্ত্রী শিবরাজকে ‘‌মামা’ বলেই ডাকে৷