1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গিনেস বুকে নাম লেখালেন আশা ভোঁসলে

২২ অক্টোবর ২০১১

ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে সর্বাধিক সংখ্যক গান গাওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন৷ আর তারই স্বীকৃতি হিসেবে তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে৷

https://p.dw.com/p/12wxh
Asha Bhosle Sängerin Indien
আশা ভোঁসলে

গত বৃহস্পতিবার আশা ভোঁসলেকে এই স্বীকৃতি প্রদান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ৷ উল্লেখ্য, ৭৮ বছর বয়সি আশা ভোঁসলে ১৯৪৭ সাল থেকে ভারতের ২০টিরও বেশি ভাষায় প্রায় ১১ হাজার একক, দ্বৈত এবং সমবেত সংগীতের রেকর্ডে কণ্ঠ দিয়েছেন৷

আশার গাওয়া 'দম মারো দম', 'মেহবুবা মেহবুবা' এবং 'চুরা লিয়া হায় তুমনে জো দিল কো'র মত আরও বহু গান এখনও ভক্তদের মন মাতিয়ে যায়৷ লন্ডনে অনুষ্ঠিত এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে গিনেস সম্মানে ভূষিত করা হয়৷

এই বিরল সম্মান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত আশা বলেন, "আজকে নিজেকে সত্যিই বিশ্বস্বীকৃত শিল্পী মনে হচ্ছে৷ আমার দখলে সর্বাধিক সংখ্যক রেকর্ড (গান) আছে জেনেও আজ পর্যন্ত এই মুহূর্তটির জন্য মুখ খুলিনি৷

উল্লেখ্য, আশা ভোঁসলে ভারতের আরেক বিখ্যাত সংগীত শিল্পী লতা মুঙ্গেশকরের ছোট বোন৷ সম্প্রতি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন এই প্রতিভাবান গায়িকা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য