গাজী টায়ারসে আগুনের ঘটনায় অন্তত ১৭৪ জন ‘নিখোঁজ'
২৬ আগস্ট ২০২৪সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৭৪ জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷ তিনি বলেন, ‘‘স্বজনরা যারা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, যারা গতরাতে লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন৷ আমরা তাদের একটি খসড়া তালিকা করেছি৷ এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই৷ স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম, ঠিকানা লিখে রাখছি৷''
বিকেল ৩টা পর্যন্ত এ তালিকায় ১৭৪ জনের নাম লেখা হয়েছে বলে জানান তিনি৷ তবে তারা কেউ কারখানার শ্রমিক নন বলেও উল্লেখ করেন তিনি৷ ডেইলি স্টারের এ প্রতিবেদক অন্তত ১২ জন নিখোঁজ ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলেছেন৷ তাদের দাবি, গতকাল রোববার রাতে গাজী টায়ারসে লুটপাট চলাকালীন তাদের নিখোঁজ সদস্যরা কারখানাটির ভেতরে ছিলেন৷ রাতভর তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি৷ মোবাইল ফোনও বন্ধ৷ কারখানাটির ছয়তলা একটি ভবনে বেলা দেড়টায়ও আগুন জ্বলতে দেখা যায়৷ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট৷
এপিবি/এসিবি