গাজার বিক্ষোভে ফিলিস্তিনি নারীদের ভূমিকা
বেশ কয়েক সপ্তাহ ধরে প্রতি জুম্মাবারে ফিলিস্তিনিরা ইসরায়েলি সীমান্তে প্রতিবাদ প্রদর্শন করে চলেছেন৷ সীমান্তে সংঘর্ষের ছবি মিডিয়া জুড়ে; অপরদিকে বেসামরিক, শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশে প্রধানত পাওয়া যাবে ফিলিস্তিনি নারীদের৷
শান্তিপূর্ণ প্রতিবাদ
জুম্মাবারের প্রতিবাদ শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই তাঁবু খাটিয়ে বিক্ষোভ শিবির গড়া হয়েছিল৷ বিক্ষোভকারীরা এই পন্থায় গাজায় অসহনীয় মানবিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে চাইছিলেন৷ ৩০শে মার্চ ফিলিস্তিনিদের তথাকথিত ভূমি দিবসে সেই বিক্ষোভ গণআন্দোলনে পরিণত হয়৷ ঐ দিনটিতে ফিলিস্তিনিরা তাদের বিতাড়নের কথা স্মরণ করেন৷
বিক্ষোভ এক ধরনের উৎসব বৈকি
বিক্ষোভ শিবিরের অভ্যন্তরে নারীদের নানা কাজ৷ আন্দোলন শুরু হওয়া যাবৎ বেশ কয়েক শত ফিলিস্তিনি মহিলা ছেলে-মেয়ে সঙ্গে করে বিক্ষোভে যোগ দিতে আসছেন৷ তাঁদের মধ্যে অনেকে সীমান্তে সংঘাতপূর্ণ প্রতিবাদেও সামিল হন৷
শিল্পের স্থান সর্বত্র
ফিলিস্তিনি চিত্রশিল্পী রেহাম আল-এমাউয়ি মহিলা প্রতিরোধ যোদ্ধাদের ছবি আঁকেন৷ শিবিরে তাঁর মতো আরো অনেক শিল্পী আছেন৷ ইসরায়েল যে ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন করতে দিতে রাজি নয়, তার বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ৷ গাজা স্ট্রিপের বাসিন্দাদের ৭০ শতাংশ উদ্বাস্তু বা উদ্বাস্তুদের সন্তান-সন্ততি৷
সোশ্যাল মিডিয়াতে সক্রিয়
ফিলিস্তিনি নারীরা তাঁদের দুরবস্থার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জ্ঞাপন করেন – কেননা তাঁদের ঘিঞ্জি, দারিদ্র্যপূর্ণ গাজা স্ট্রিপ পরিত্যাগ করার কোনো উপায় নেই৷ ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সময় ৮০ শতাংশ ফিলিস্তিনি তাদের দেশ থেকে বিতাড়িত হন অথবা পলায়ন করেন৷
শিবিরের জন্য রুটি তৈরি
ইসরায়েল উদ্বাস্তুদের প্রত্যাবর্তন করতে দিতে অরাজি৷ ১৯৯৩ সালের আন্তর্জাতিক আলাপ-আলোচনায় ফিলিস্তিনিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের প্রস্তাবটিও বিবেচিত হয় – কিন্তু তাতে কোনো ফল হয়নি৷ আজ পশ্চিম জর্ডান ও গাজা স্ট্রিপে দু’টি পৃথক ফিলিস্তিনি সরকার তাদের ঝগড়া-বিবাদ চালিয়ে যাচ্ছেন, যার একটি ফল হলো দারিদ্র্য, বিশেষ করে গাজা স্ট্রিপে৷ তাই বিক্ষোভ শিবিরে নারীরা রুটি গড়ে বিতরণ করে থাকেন৷
বিক্ষোভকারীদের জন্য পানি
ইসরায়েলের সীমান্তে যাঁরা প্রতিবাদ প্রদর্শন করছেন, তাঁদের অধিকাংশ তরুণ ফিলিস্তিনি, যাঁদের ভবিষ্যতের কোনো আশা নেই৷ ইসরায়েল ও পশ্চিমি মিডিয়া এই প্রতিবাদের জন্য হামাসকে দায়ী করে থাকে – অপরদিকে হামাস সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সহিংসতার কথা বলে৷ যার ফলে সীমান্তে বিক্ষোভ দু’পক্ষের কট্টরপন্থিদের হাতে প্রচারণার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে৷
আহতদের পরিচর্যা
প্রতিবাদ শুরু হওয়া যাবৎ সীমান্তে বেশ কিছু ফিলিস্তিনি ইসরায়েলি সৈন্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন, শত শত ফিলিস্তিনি আহত হয়েছেন৷ গাজা স্ট্রিপে জনস্বাস্থ্যগত কাঠামো ভেঙে পড়তে চলেছে, হাসপাতালগুলি আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে৷ ওষুধপত্র, বিদ্যুৎ বা বিশুদ্ধ পানি, সব কিছুর অভাব৷ স্বেচ্ছাসেবী মহিলারা ইসরায়েলি সৈন্যদের নিক্ষিপ্ত কাঁদানে গ্যাসে আহত ফিলিস্তিনিদের পরিচর্যা করছেন৷
ভূমিকা বদল?
প্রতিবাদ যেখানে সংঘর্ষের রূপ নিচ্ছে, সেখানেও ফিলিস্তিনি মহিলাদের পাওয়া যাবে৷ ১৮ বছর বয়সের তরুণী আয়া আবেইদ রয়টার্স সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘কেউ কেউ আমাদের বলেন: পুরুষরা যা করে, তা তোমরা করতে পারো না! অনেকের ভয় যে, আমরা আহত হতে পারি৷ অন্যরা আবার আমাদের একসঙ্গে লড়ার উৎসাহ দেন৷’’
রণাঙ্গণে
আন্দোলনের নাম ‘প্রত্যাবর্তনের জন্য মহান অভিযান’৷ আন্দোলন চলবে আগামী ১৫ই মে ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অবধি৷ একইভাবে ফিলিস্তিনিরা ‘নকবা’ বা স্বদেশ থেকে তাঁদের বিতাড়নের কথা স্মরণ করছেন: ওয়ার্কশপ বা থিয়েচারের সঙ্গে সঙ্গে গাড়ির টায়ার পোড়ানো বা পাথর ছোঁড়াতেও ফিলিস্তিনি মহিলারা সামিল৷