1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা ভূ-খন্ড থেকে ইসরাইলীদের সরিয়ে নেওয়ার ওপর গণভোট ৷

আবদুস সাত্তার৪ মে ২০০৪

গাজা ভূ-খন্ড থেকে ইসরাইলীদের প্রত্যাহারের ওপর অনুষ্ঠিত গত রবিবারের গণভোটে প্রধানমন্ত্রী আরিয়েল শারনের লিকুড-দলের সদস্যরা নেতিবাচক ভোট দিলেন৷ ফলে, এ সম্পর্কে শারনের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল৷

https://p.dw.com/p/DQ3W
ছবি: AP

গাজা অন্চল থেকে ইসরাইলীদের সরিয়ে নেওয়ার ওপর অনুষ্ঠিত গত রবিবারের গণভোটে তাঁর লিকুড-দলের সদস্যরা না-সূচক ভোট দেওয়া সত্বেও প্রধানমন্ত্রী আরিয়েল শারন তাঁর পদে বহাল থাকবেন৷ লিকুড-গোষ্ঠীর ৬০ শতাংশ সদস্য গণভোটে শারনের পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেন ৷ শারন বলেছেন, গণভোটের ফলাফল তিনি মেনে নিচ্ছেন৷ শারন বলেন, আমি আগামীতেও আমার দক্ষতা অনুযায়ী আমার দায়িত্ব পালন করে যাব৷ তিনি বলেন, ইসরাইলী জনসাধারণ আমাকে নির্বাচিত করেছেন দেশে শান্তি ও নিরাপত্তা আনার জন্য৷ গণভোটে ১লাখ ৯৩ হাজার লিকুড-সদস্যের মধ্যে আনুমানিক মাত্র ৪০ শতাংশ ভোট দেন৷

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ গণভোটে ইসরাইলী প্রধানমন্ত্রীর পরাজয় সত্বেও তাঁর গাজা পরিকল্পনার প্রতি সমর্থন দান অব্যাহত রাখা এবং আরও পদক্ষেপ গ্রহণের কথা ঘোষনা করেছেন৷ Bush-এর মুখপাত্র স্কট ম্যাকক্লেন্যান গত রবিবার ওয়াশিংটনে এ কথা জানান৷

প্যালেস্টাইনী সরকার নতুন পরিস্থিতিতে মার্কিন সরকারের প্রতি আহবান জানিয়েছেন, শারনের পরিকল্পনার প্রতি তার সমর্থন দান সম্পর্কে নতুন করে চিন্তাভাবনা করার জন্য৷ প্যালেস্টাইনী প্রধানমন্ত্রী আহমেদ কুরেই মধ্যপ্রাচ্য বিষয়ক চার পক্ষ- ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র,জাতিসংঘ ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন, অচলাবস্থায় পর্যবসিত শান্তি-প্রচেষ্টা পূনরায় শুরু করার জন্য৷ তিনি তাদের প্রতি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানেরও আহবান জানান৷ উল্লেখ্য যে, গণভোটের ফলাফল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন প্রচেষ্টাকে দুর্বল করলো৷

জেরুসালেমে ইসরাইলের বিরোধী নেতা শিমন পেরেস গণভোটে শারনের পরাজয়ের পরিপ্রক্ষিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহবান জানিয়েছেন৷ সংসদে তাঁর শ্রমিক দলের এক বৈঠকে পেরেস মত প্রকাশ করেন, গাজা এলাকা থেকে ইসরাইলী বসতি সরিয়ে ফেলার পরিকল্পনা বাস্তবায়িত করার এটাই হচ্ছে একমাত্র পথ৷


ইসরাইলে ক্ষমতাসীন লিকুড-দল আরিয়েল শারনের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া সত্বেও ইসরাইলী সরকার গাজা ভ-খন্ড থেকে ইসরাইলীদের প্রত্যাহার করার কাজ এগিয়ে নিয়ে যাবে৷ জেরুসালেমে ইসরাইলী বেতারে এ কথা জোর দিয়ে বলেন, শারনের ডেপুটি এহুদ ওলমার্ট৷