গাঁজা মেশানো কেক খেয়ে হাসপাতালে
৩০ অক্টোবর ২০১৯মঙ্গলবার পুলিশ জানায়, গত আগস্ট মাসের এই ঘটনায় সদ্য বিধবা হওয়া নারীও অসুস্থ হয়ে পড়েন৷ আহতদের মধ্যে একজনকে রেস্তোরাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷
অতিথিদের জন্য কেক তৈরি করে রেখেছিলেন রেস্টুরেন্টের বেকারি বিভাগের প্রধানের ১৮ বছর বয়সি মেয়ে৷ সেই কেক তৈরির পাশাপাশি ঐ মেয়ে নিজের জন্যও গাঁজা মেশানো একটি কেক তৈরি করে রেখেছিলেন৷ এরপর শোকার্তরা যখন রেস্টুরেন্টে যান তখন ঐ মেয়ের বাবা মেয়ের সঙ্গে কথা না বলে ফ্রিজ থেকে গাঁজার কেকটি বের করে পরিবেশন করেন৷
ঐ মেয়ের বিরুদ্ধে এখন তদন্ত চলছে৷
স্টেশন কর্তৃপক্ষের ভুল
এদিকে, রবিবার রাতে ইউরোপজুড়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে৷ কিন্তু জার্মানির মিউনিখ শহরের প্রধান রেল স্টেশন কর্তৃপক্ষ কয়েকটি ঘড়ির সময় পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন৷ ফলে যাত্রীদের বিভ্রান্তিতে পড়তে হয়েছিল৷ যদিও জার্মান রেল কোম্পানি ডয়চে বান দৃঢ়তার সঙ্গে জানিয়েছিল যে, ঘড়ি পরিবর্তনের বিষয়টি একটি ‘নিয়মিত' ঘটনা৷ ফলে কোনো সমস্যা হবে না৷
জেডএইচ/কেএম (এপি, ডিপিএ)