1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাঁজা মেশানো কেক খেয়ে হাসপাতালে

৩০ অক্টোবর ২০১৯

গত আগস্ট মাসে জার্মানির রস্টক শহরে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর শোকাহতরা স্থানীয় এর রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন৷ সেখানে তাঁদের ভুল করে গাঁজা মেশানো কেক খাওয়ানো হয়৷ এতে অন্তত ১৩ জন অসুস্থ হয়ে পড়েছিলেন৷

https://p.dw.com/p/3SDHF
Kalifornien Marihuana-Legalisierung
ছবি: Imago/Zuma/R. Tivony

মঙ্গলবার পুলিশ জানায়, গত আগস্ট মাসের এই ঘটনায় সদ্য বিধবা হওয়া নারীও অসুস্থ হয়ে পড়েন৷ আহতদের মধ্যে একজনকে রেস্তোরাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ 

অতিথিদের জন্য কেক তৈরি করে রেখেছিলেন রেস্টুরেন্টের বেকারি বিভাগের প্রধানের ১৮ বছর বয়সি মেয়ে৷ সেই কেক তৈরির পাশাপাশি ঐ মেয়ে নিজের জন্যও গাঁজা মেশানো একটি কেক তৈরি করে রেখেছিলেন৷ এরপর শোকার্তরা যখন রেস্টুরেন্টে যান তখন ঐ মেয়ের বাবা মেয়ের সঙ্গে কথা না বলে ফ্রিজ থেকে গাঁজার কেকটি বের করে পরিবেশন করেন৷

ঐ মেয়ের বিরুদ্ধে এখন তদন্ত চলছে৷

স্টেশন কর্তৃপক্ষের ভুল

এদিকে, রবিবার রাতে ইউরোপজুড়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে৷ কিন্তু জার্মানির মিউনিখ শহরের প্রধান রেল স্টেশন কর্তৃপক্ষ কয়েকটি ঘড়ির সময় পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন৷ ফলে যাত্রীদের বিভ্রান্তিতে পড়তে হয়েছিল৷ যদিও জার্মান রেল কোম্পানি ডয়চে বান দৃঢ়তার সঙ্গে জানিয়েছিল যে, ঘড়ি পরিবর্তনের বিষয়টি একটি ‘নিয়মিত' ঘটনা৷ ফলে কোনো সমস্যা হবে না৷

জেডএইচ/কেএম (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য