খোদ নেইমারকেও বোকা বানিয়েছিলেন যিনি
১১ অক্টোবর ২০১৭ভিডিওর শিরোনাম ‘পান্না লন্ডন পয়েন্ট টু’৷ ‘পান্না’ বলতে বোঝায় ফুটবল ও অন্যান্য বল নিয়ে খেলার একটি সুপরিচিত প্যাঁচ বা কায়দা৷ বিপক্ষের খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে বলটা কাটিয়ে নিয়ে যাওয়া অথবা পাস করা৷ ‘পান্না’ নামটা এসেছে হল্যান্ড থেকে, তবে ট্রিকটা নানান নামে পরিচিত, যেমন ‘টানেল’ (সুড়ঙ্গ) বা ‘নাটমেগ’ (জায়ফল)৷ এই নাটমেগ কায়দাটি যেসব বড় খেলোয়াড়ের রপ্ত, তাদের মধ্যে রোনাল্ডো, রোনালদিনিয়ো, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার এবং লুইস সুয়ারেজ অন্যতম৷ তবে মেসিকেই ‘নাটমেগ’-এর রাজা বলে গণ্য করা হয়ে থাকে৷
সঁ গার্নিয়ে-র কথা বলতে গিয়ে তাবৎ স্বনামধন্য ফুটবল তারকার নাম এসে পড়ল দু'টি কারণে৷ প্রথমত, ২০১২ সালের রেড বুল স্ট্রিট ফ্রিস্টাইল প্রদর্শনীতে খোলা মঞ্চে নেইমারকে পায়ের ভেলকি দেখিয়ে ধাঁধাঁ লাগিয়ে দিয়েছিলেন সঁ গার্নিয়ে৷ আজও ইউটিউবে গেলে সেই দৃশ্য দেখা যায়৷
দ্বিতীয়ত, গার্নিয়ের স্বয়ং এককালে লিগ পর্যায়ের ফুটবল খেলেছেন একাধিক ফরাসি ক্লাবের হয়ে৷ চোট পাবার পর খেলা বন্ধ করতে হয়, তাই ফুটবল প্রশিক্ষকের ট্রেনিং নিয়ে, সেখান থেকে স্ট্রিট ফুটবল, ফ্রিস্টাইল ফুটবল, ফুটসাল, প্রো-ফুটসাল ইত্যাদিতে আসেন৷ অর্থাৎ গার্নিয়ে যে ‘পান্না’ ট্রিকটি দেখাচ্ছেন, তার সঙ্গে বাস্তবিক পেশাদার ফুটবলের অঙ্গাঙ্গী সম্পর্ক৷
গার্নিয়ের মতো ‘ফুটবল শিল্পীরা’ যে পথেঘাটে ফুটবলের ম্যাজিক দেখিয়ে মানুষের মনোরঞ্জন করেন এবং ফুটবলের জনপ্রিয়তা বাড়ান তাতে সন্দেহের অবকাশ নেই৷ কিন্তু ফুটবল হলো একটি দলীয় খেলা, আবার দাবাখেলার মতো একটা ছকে খেলাও বটে৷ ড্রিবলিং ফুটবলের অস্ত্রাগারে মাত্র একটি অস্ত্র৷ আবার ‘পান্না’ নামের প্যাঁচটি ড্রিবলিংয়ের তূণে মাত্র একটি তীর৷ ইংরেজিতে একটা কথা আছে, ‘প্লেয়িং টু দ্য গ্যালারি’ – অর্থাৎ চড়া সুরে অভিনয় করে সস্তার সিটের দর্শকদের মন জয় করার চেষ্টা বা অপচেষ্টা৷
গার্নিয়েকে দেখে প্রশ্ন উঠতে পারে, নেইমার যে নেইমার হলেন, বা মেসি যে মেসি হয়েছেন, সেটা কি শুধু প্রতিপক্ষের পাঁয়ের ফাঁক গলিয়ে বল কাটিয়ে নিয়ে গিয়ে? ফুটবলের টিম স্পিরিট, পিছন থেকে খেলা গড়ে তোলা, বার্সেলোনার কায়দায় পুরো মাঠটাকে ছকে ভাগ করে প্রতিটি ছকে প্লেয়ার রাখার ব্যবস্থা, কোচের প্লেয়ার নামানো বা তুলে নেয়ার স্ট্র্যাটেজি – এ সমস্তই বাদ পড়ে যাচ্ছে রাস্তার মোড়ে ‘পান্না’ দেখিয়ে লোককে চমক লাগানোয়; তফাৎটা সেখানেই৷ আপনাদের কি মত?
এসি/এসিবি