1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খনি শ্রমিকদের উদ্ধারের পর উল্লসিত চিলি

১৫ অক্টোবর ২০১০

চিলির পথে ঘাটে আনন্দের বন্যা৷ পুনর্জন্মের স্বাদ পেয়ে উল্লসিত ৩৩ খনি শ্রমিক৷ প্রিয়জনদের ফিরে পেয়ে আত্মহারা স্বজন৷ আর সফল উদ্ধার অভিযানের পর জনপ্রিয়তার শীর্ষে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাসহ নেতৃবৃন্দ৷

https://p.dw.com/p/Pea5
Chilean, Presidential, Press, Office, Chile, President, Sebastian, Pinera, miners, প্রেসিডেন্ট, পিনেরা
হাসপাতালে ৩৩ খনি শ্রমিকের সাথে প্রেসিডেন্ট পিনেরাছবি: AP

জনপ্রিয়তার তুঙ্গে পিনেরা

সেই পাঁচ আগস্ট থেকে বিশ্ববাসী বেশ প্রশংসা আর প্রত্যাশার দৃষ্টিতে দেখেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে৷ কারণ ভূগর্ভের অন্ধকারে খনি শ্রমিকরা আটকে পড়ার পর থেকেই পিনেরাকে দেখা গেছে নানা উদ্যোগ আর নির্দেশনা নিয়ে ঘটনাস্থলে হাজির থাকতে৷ এমনকি শেষ খনিবীর উঠে আসা পর্যন্ত পিনেরা ঠাঁই দাঁড়িয়ে ছিলেন সুড়ঙ্গ মুখে৷ তাই এই সংকট কাটিয়ে উঠার পর পিনেরা খনি শ্রমিকদের আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ভবন লা মনেডায়৷ এমনকি ফুটবলপ্রেমী পিনেরা ঘোষণা দিলেন, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং উদ্ধার পাওয়া কর্মীদের মধ্যে আয়োজন করা হবে প্রীতি ফুটবল ম্যাচ৷ বেশ মজা করে বললেন, ‘‘এই ম্যাচে যারা জয়ী হবেন তাঁরা থাকবেন লা মনেডায় আর যারা হারবে তাদের স্থান হবে খনির অভ্যন্তরে৷''

তাদের জন্য নানা পুরস্কার

তবে শুধু পিনেরাই নন উদ্ধার পাওয়া খনি শ্রমিকদের জন্য আত্মীয়-স্বজন ছাড়াও নানা মহল থেকে আসছে উপঢৌকন, পুরস্কার আর আমন্ত্রণ৷ আমন্ত্রণ জানিয়েছে রেয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডও৷ যাতে তারা ইউরোপের মাঠে গিয়ে উপভোগ করে আসেন সেরা ফুটবলারদের খেলা৷ এদিকে, চিলির এক সংগীত শিল্পী এবং শিল্পপতি ঘোষণা দিয়েছেন ৩৩ জনের প্রত্যেককে দশ হাজার ডলার করে পুরস্কার প্রদানের৷ এগিয়ে এসেছেন অ্যাপল প্রধান স্টিভ জবসও৷ ফিরে আসা খনি শ্রমিকদের প্রত্যেকের জন্য জবস পাঠিয়েছেন একটি করে সর্বাধুনিক আইপড৷ এছাড়া তাদের ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে গ্রিসের এক প্রতিষ্ঠান৷ তাইপে আন্তর্জাতিক ফুল মেলায় এদের আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ান৷ শুধু তাই নয়, আশা করা হচ্ছে এসব তাদের জন্য আসবে ভালোমানের চাকুরির, বিজ্ঞাপন চুক্তিসহ বই এবং চলচ্চিত্রের জন্য প্রস্তাবনা৷

NO FLASH Rettung Bergarbeiter Chile
উদ্ধার পাওয়ার পর চিলির পতাকা হাতে খনি শ্রমিক রিচার্ড ভিলারেলছবি: AP

বিশ্বজুড়ে সাধুবাদ

খনিগর্ভে আটকে পড়া ৩৩ শ্রমিককে উদ্ধারের সাফল্যে দেশজুড়ে প্রশংসা আর সাধুবাদের পাশাপাশি পিনেরা সরকার প্রশংসা পেয়েছেন বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকেও৷ এই ঐতিহাসিক সাফল্যের জন্য প্রেসিডেন্ট পিনেরাকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ জবাবে পিনেরা এই উদ্ধারকাজে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, সরকার এবং মার্কিন প্রতিষ্ঠানসমূহের প্রতি৷ এছাড়া খনিশিল্পে ঝুঁকি আর দুর্ঘটনার ঘন ঘন শিকার চীনও চিলির উদ্ধার অভিযান থেকে কৌশলগত শিক্ষা গ্রহণের আগ্রহের কথাও জানিয়েছে বৃহস্পতিবার৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য