কয়েকশ ড্রোন আকাশে উড়িয়ে শিল্পকর্ম সৃষ্টি
২৮ এপ্রিল ২০২৩স্টুডিও ড্রিফটের এমন কাজ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে৷ তাদের কার্যালয় আমস্টারডামে৷ গর্ডাইন আর নাওটার সঙ্গে আরও ১৫ জন কাজ করেন৷
স্টুডিও ড্রিফটের তৈরি শিল্পকর্ম প্রমাণ করে যে, উচ্চপ্রযুক্তি বিষয়টি সুন্দর ও কাব্যিকও হতে পারে৷
রাল্ফ নাওটা বলেন, ‘‘আমার মনে হয় এআই আর্টিস্টদের জায়গা নিচ্ছে৷ তবে আমি মনে করি না যে, এটা খারাপ, কারণ আমার মতে, একজন ভালো আর্টিস্টের উচিত ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা সৃষ্টি করা৷''
২০২২ সালে জার্মানির হামবুর্গের এলবফিলহার্মোনির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকর্ম তৈরি করেছিল স্টুডিও ড্রিফট৷ ৩০০-র বেশি ড্রোন রাতের অন্ধকার ভেদ করে আকাশে উড়েছিল৷
স্থান এবং এলবফিলহার্মোনির কনসার্ট হলের স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়ে লাইট ইনস্টলেশনটি তৈরি করা হয়েছিল৷
তবে দুঃখজনকভাবে রিহার্সালের সময় ১৫টি ড্রোন পড়ে গিয়েছিল৷ বাইরের কিছুর প্রভাবে, নাকি প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছিল, তা জানা যায়নি৷ মূল অনুষ্ঠানের সময়ও পাঁচটি ড্রোন পড়ে গিয়েছিল৷ এরপর নিরাপত্তার কারণে পরের শো'গুলো বাতিল করা হয়৷ এতে শো-য়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছিলেন৷
স্টুডিও ড্রিফট এখন ‘গুগল কোয়ান্টাম এআই' এর কাজ করছে৷ কোয়ান্টাম কম্পিউটার কীভাবে কাজ করে তা কল্পনায় তুলে ধরার লক্ষ্য তাদের৷ সাধারণ কম্পিউটারের তুলনায় কয়েক লাখ গুন দ্রুত কাজ করতে পারে কোয়ান্টাম কম্পিউটার৷ এমন গতির কারণ, এটি গণনার কাজ একসঙ্গে চালিয়ে যায়, একটার পর একটা নয়৷ অনেকটা গাছের মতো, যেখানে বৃদ্ধি ও সালোক সংশ্লেষণ একই সময়ে ঘটে থাকে৷
নাওটা বলেন, ‘‘এআই এর কোনো সীমা নেই, যা ভয়ের কারণ৷ এআই কী হয়ে যেতে পারে সে সম্পর্কে আমরা ভাবতে পারি না৷ কোনো নিয়ন্ত্রণ নেই৷ শূন্য৷ এটি বিবর্তনের একটি রূপ, এটি পরবর্তী জীবনের রূপের মতো, যা আমরা কল্পনা করতে পারি না৷ একটি বানর যেমন আমাদের দক্ষতা কল্পনা করতে পারে না, আমরা কী হতে পারি বুঝতে পারে না; আমরা এবং এআই এর বিষয়টিও সেরকম৷''
গুগল কোয়ান্টাম এআই-এর কার্যালয় ক্যালিফোর্নিয়ায় সান্তা বারবারায়৷ উচ্চ নিরাপত্তায় ঘেরা এই কার্যালয়ে কোয়ান্টাম কম্পিউটার তৈরির কাজ চলছে৷ এই কম্পিউটারের প্রক্রিয়াকরণ ক্ষমতা ও গতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ এখনই এই কম্পিউটার এমন সমস্যার সমাধান করতে পারে, যেটা করতে সাধারণ কম্পিউটারের লাগবে দেড় লাখ বছর৷
ক্রিস্টিনে লেবার্ট/জেডএইচ