1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতার নৃশংস প্রকাশ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ অক্টোবর ২০১৬

সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে নির্মমভাবে কোপানোর মধ্য দিয়ে ক্ষমতার নৃশংস প্রকাশ ঘটেছে বলে মনে করেন অপরাধ ও  সমাজবিজ্ঞানীরা৷ এরজন্য বিচারহীনতা এবং সামাজিক বৈকল্যকে দায়ী করেন তাঁরা৷

https://p.dw.com/p/2QtYb
বদরুল জবানবন্দিতে হামলার কথা স্বীকার করে
বদরুল জবানবন্দিতে হামলার কথা স্বীকার করেছবি: BD News

তাঁরা মনে করেন,  এই অবস্থা বাড়তে দেয়া যাবে না৷ বাড়তে দিলে সবাই একটি হৃদয়হীন সমাজ ব্যবস্থার বাসিন্দা হয়ে যাবো৷

সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজের মসজিদের পাশের রাস্তায় নার্গিসকে চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)-র ছাত্র, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক বদরুল আলম৷ নার্গিস সিলেট মাহিলা কলেজের ছাত্রী৷ নার্গিসকে মৃত ভেবে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা বদরুলকে আটক করে পুলিশে দেয়৷ বদরুল বুধবার আদালতে দেয়া জবানবন্দিতে হামলার কথা স্বীকার করে জানায়, ‘‘আমাকে প্রত্যাখ্যান করায় হামলা চালাই৷ এবং হামলার জন্য আড়াইশ টাকায় চপাতি কিনি৷''

এদিকে নার্গিস এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন৷ মঙ্গলবার সন্ধ্যায় তার মাথায় অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে৷ স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দিন বুধবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘৭২ ঘণ্টা শেষ না হলে কিছু বলা সম্ভব না৷ তার অবস্থা সংকটাপন্ন৷  তবে আমরা এখনো আশাবাদী৷'' তিনি জানান, ‘‘নার্গিসের মাথা এবং হাতে অসংখ্য চাপাতির কোপ৷ তারা শরীরে আঘাতের চিহ্ন দেখে আমরাও হতভম্ব৷''

Tazul Islam - MP3-Stereo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. জিয়া রাহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘নার্গিসকে কোপানোর যে দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে, আমি তা দেখেছি৷ দেখে মনে হয়েছে এক উন্মত্ত এবং বিকারগ্রস্ত মানুষের কাজ৷ কয়েকটি কারণে বদরুল এই জঘণ্য কাজ করে থাকতে পারে৷ তারমধ্যে প্রধান কারণ বলে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ নেতা হওয়ার কারণে সে ক্ষমতার প্রকাশ দেখাতে চেয়েছে৷ প্রত্যাখ্যাত হয়ে সে নির্মম ও পাশবিকতার মাধ্যমে শক্তি প্রকাশ করতে চেয়েছে। এটা ক্ষমতার নৃশংস প্রকাশ। তবে অন্য আরো অনেক কারণ থাকতে পারে। তার পারিবারিক ও সামাজিক পরিবেশও তাকে প্রভাবিত করতে পারে৷''

নার্গিসকে কোপানোর সময় অনেকেই দাঁড়িয়ে দেখেছেন৷ তাকে উদ্ধারে এগিয়ে না গিয়ে ভিডিও করেছেন, ছবি তুলেছেন৷ এই ঘটনার ব্যখ্যায় ড. জিয়া রহমান বলেন, ‘‘সমাজের ট্রানজিশনাল স্টেজে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি৷ আর নিরাপত্তাহীনতার কারণে নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কিত৷ তাই অন্যের বিপদে তাকে সহায়তা না করে আমরা নিজেরা নিরাপদ থাকতে চাই৷ উন্নত বিশ্বে কিন্তু অন্য ব্যবস্থা আছে, সেখানে সাথে সাথে পুলিশকে খবর দেয়া যায়৷ তারা দ্রুতই রেসপন্স করে৷ আমাদের দেশে তা-ও নেই৷ তবে আমাদের দেশে এই পরিস্থিতির পরিবর্তন না হলে আমরা একটা হৃদয়হীন সমাজের বাসিন্দা হয়ে যাবো৷''

DR Zia Rahman - MP3-Stereo

আর জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘বদরুল যা করেছে তাকে বলা হয় দানবীয় আচরণ৷ কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করা যায়না৷ তবে তার এই দানব হওয়ার পিছনে আছে ক্ষমতার পৃষ্ঠপোষকতা৷''

তিনি আরো বলেন, ‘‘ক্ষমতা তাকে দানব করেছে৷ নিয়ন্ত্রণহীন এবং বিচারহীনতা তার মধ্য থেকে মনুষ্যত্ববোধকে সরিয়ে দিয়েছে৷''

তিনি বলেন, ‘‘কিছুদিন আগে এরকমই এক ক্ষমতাধর অপরাধীকে সাধারণ মানুষ আটক করার পর উলটো সাধারণ মানুষকেই মামলায় পড়তে হয়৷ এসব কারণেই ক্ষমতাধররা নির্মম ও নৃশংস আচরণ করতে একটুও ভীত হয় না৷''

ডা. তাজুল ইসলামের মতে, ‘‘হয়ত এই কারণেই সাধারণ মানুষ নার্গিসকে রক্ষায় এগিয়ে যায়নি৷ কিন্তু সেটা আমার কাছে গ্রহলযোগ্য নয়৷ ওখানে অনেক লোক ছিল৷ আর বদরুল একা একটা চাপাতি দিয়ে নার্গিসকে কোপাচ্ছিল৷ দু'তিনজন এগিয়ে গেলেই হতো৷ কিন্তু কেউ যায়নি৷ তাহলে আমাদের মধ্য থেকে কি মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে?''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য