ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ নাসির
১৬ জানুয়ারি ২০২৪নাসির তার বিরুদ্ধে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের তিনটি অভিযোগ মেনে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি৷
নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছিল গত সেপ্টেম্বরে৷ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় বলে জানিয়েছিল আইসিসি৷ নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও বাংলাদেশের ৩২ বছর বয়সি অলরাউন্ডারই ছিলেন একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার৷ আজ প্রকাশিত আইসিসির বিজ্ঞপ্তিতে অবশ্য শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে৷
সাজাপ্রাপ্ত নাসির হোসেন দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
আনুষ্ঠানিক শুনানিতে অংশ না নিয়ে সব অভিযোগ মেনে নেয়া নাসির শাস্তির শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি৷
এসিবি/জেডএইচ (দৈনিক প্রথম আলো)
দেখুন ২০১৮ সালের ছবিঘরটি...