1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন

২৬ সেপ্টেম্বর ২০২৩

শুক্রবার অধিকৃত ক্রাইমিয়ায় রুশ নৌ ঘাঁটির সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইউক্রেন সেই অঞ্চলে আরো হামলার চেষ্টা চালাচ্ছে৷ শুক্রবারের হামলায় ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার নিহত হয়েছেন বলে কিয়েভ দাবি করছে৷

https://p.dw.com/p/4Wo3K
গত ২৩ সেপ্টেম্বর ওপর থেকে তোলা ছবিতে ক্রাইমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোল
গত ২৩ সেপ্টেম্বর ওপর থেকে তোলা ছবিতে ক্রাইমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলছবি: Planet Labs PBC/AFP

রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর চাপ বজায় রাখছে ইউক্রেন৷ শুক্রবার ব্ল্যাক সি ফ্লিটের সামরিক দফতরের উপর ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি করার পর ইউক্রেন আবার ক্রাইমিয়ার দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে৷ রাশিয়ার দাবি, এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা বানচাল করে দিয়েছে৷ সেভাস্তোপোলের রাশিয়া-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভজায়েভ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন, যে সোমবার রাতে বেলবেক বিমান ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে৷ সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ক্রাইমিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরালো করার ঘোষণা করেছেন তিনি৷ উল্লেখ্য, ২০১৬ সালে অধিকৃত ক্রাইমিয়ায় রাশিয়ার সামরিক অবকাঠামো অকেজো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন৷ সীমান্তের কাছে রাশিয়ার ভূখণ্ডে বেলগোরোদ অঞ্চলেও সোমবার সাতটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করছে৷ ইউক্রেনে সৈন্য, রসদ ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে এই অঞ্চলটির বিশেষ গুরুত্ব রয়েছে৷

রাশিয়ার বিরুদ্ধে পালটা সামরিক অভিযানে এখনো তেমন বড় সাফল্য দেখাতে না পারায় চাপের মুখে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডা সফর করে তিনি আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি আদায় করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন৷ সোমবার তিনি জানান, যে অ্যামেরিকা থেকে প্রথম পর্যায়ে কিছু আব্রাম ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে৷ সেগুলি দ্রুত যুদ্ধক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ শুরু হয়ে গেছে৷ তবে ট্যাংকের সংখ্যা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করে নি৷

ক্রাইমিয়ায় রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরের উপর শুক্রবারের সফল ক্ষেপণাস্ত্র হামলায় সেই ইউনিটের কমান্ডার ভিক্টর সোকোলভ নিহত হয়েছেন বলে ইউক্রেন দাবি করছে৷ ইউক্রেনের সূত্র অনুযায়ী সেই হামলায় মোট ৩৪ জন অফিসার মারা গেছেন৷ রাশিয়া অবশ্য এমন দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করে নি৷ মস্কো জানিয়েছে, হামলার পর একজন সৈন্য নিখোঁজ রয়েছে৷ ইউক্রেনের মতে, নৌ দফতরের ভবনি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে৷ সোমবার রাশিয়া অধিকৃত লুহানস্ক অঞ্চলে রাশিয়া সীমান্তের কাছে এক কারখানায় বিশাল বিস্ফোরণ ঘটেছে৷ সেই ঘটনা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি৷

রাশিয়াও গত কয়েক দিন ধরে ইউক্রেনের দক্ষিণে একাধিক হামলা চালিয়ে আসছে৷ বেরিস্লাভ ও ওডেসায় আকাশপথে হামলায় বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে৷ ইউক্রেনের সূত্র অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক স্থাপনার উপর রাশিয়ার হামলার শিকার হচ্ছেন নিরীহ মানুষ৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)