ক্যালে ছেড়ে শরণার্থীরা যখন প্যারিসে
ক্যালের ‘জঙ্গল’ ছেড়ে যাওয়া শরণার্থীরা এখনো নতুন আবাস খুঁজছেন৷ অনেকেই আশ্রয় নিয়েছেন প্যারিসে৷ তবে প্যারিস তাদের গন্তব্য নয়৷ অনেকেই এখনো ক্যালের ‘জঙ্গল’ হয়ে ইংল্যান্ডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন৷
প্যারিসেও আশ্রয় নেই
ক্যালের ‘জঙ্গল’ থেকে বিতাড়িত হওয়ার পর এই শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন প্যারিসের আভেন্যু ডি ফ্লান্দ্রের রাস্তার পাশে৷ সেখান থেকেও সরিয়ে দেয়া হয় তাদের৷
প্যারিসে শরণার্থীর ভিড়
ক্যালে ছেড়ে আসা শরণার্থীদের অনেকেই এখন প্যারিসে৷ ফলে গত কয়েক দিনেই ফ্রান্সের রাজধানীতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা এক তৃতীয়াংশ বেড়েছে৷
ইউরোপে গৃহহীন
গত বছর যে অভিবাসনপ্রত্যাশীরা প্যারিসে এসেছেন তাঁদের অধিকাংশই এসেছেন আফগানিস্তান, ইরাক, ইরিত্রিয়া এবং সুদান থেকে৷ প্রায় সবারই লক্ষ্য ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়া৷ প্যারিস তাঁদের অস্থায়ী ঠিকানা৷
সেই দিন
গত ২৬ অক্টোবর ক্যালের আশ্রয় শিবির থেকে ১০ হাজারের মতো শরণার্থীকে সরিয়ে দেয় পুলিশ৷ সেদিনেরই ছবি এটি৷ শিবিরে আগুন জ্বলছে, অদূরে দাঁড়িয়ে দেখছেন কয়েকজন শরণার্থী৷
অজানার পথে
ক্যালি ছাড়তে বাধ্য হয়ে শরণার্থীরা বেরিয়ে পড়েছেন নতুন ঠিকানার খোঁজে৷ এটিও গত ২৬ অক্টোবরের ছবি৷
‘জঙ্গল’
ক্যালিতে জীবনযাপন মোটেই আরামদায়ক ছিল না৷ এভাবে তাঁবুর গায়ে তাঁবু, ছোট ছোট তাঁবুতে ছিল মানুষের গাদাগাদি৷ পর্যাপ্ত খাবার ছিল না, ছিল না পর্যাপ্ত এবং পরিচ্ছন্ন টয়লেট৷ আধুনিক দুনিয়াতেই যেন জঙ্গলবাস৷
অনিশ্চয়তা
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, শরণার্থীদের আর ক্যালেতে ফিরতে দেয়া হবে না৷ তাহলে জীবন বাজি রেখে ইংল্যান্ডে পাড়ি জমাতে মরিয়া এতগুলো মানুষের কী হবে?