ক্যালিফোর্নিয়ায় এখন দাবানলের মৌসুম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত কয়েকবছর ধরে নিয়মিত দাবানল হচ্ছে৷ এবার মৌসুমের শুরুতে কিছুদিন দাবানলের দেখা পাওয়া না গেলেও গত কয়েকদিনে ছোটখাটো কয়েকটি দাবানল হয়েছে৷
মৌসুম শুরু
ক্যালিফোর্নিয়ায় এখন দাবানল মৌসুম চলছে৷ শুরুতে কিছুদিন দাবানলের দেখা পাওয়া না গেলেও গত কয়েকদিনে ছোটখাটো কয়েকটি দাবানল হয়েছে৷ সোমবার সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১৬১ কিলোমিটার দূরের কপারোপোলিসে দাবানল শুরু হয়৷ প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকায় তা ছড়িয়ে পড়ে৷ ছবিতে বিমান থেকে আগুন নেভানোর উপকরণ ছিটাতে দেখাতে যাচ্ছে৷
ব্যবসার ক্ষতি
দাবানলে ঘর-বাড়ির পাশাপাশি ব্যবসার ক্ষতি হচ্ছে৷ ছবিতে একটি গাড়ির ওয়ার্কশপে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে৷
বিপজ্জনক বাতাস
ফসল তোলার পর ক্ষেতে অবশিষ্ট অংশ পড়ে ছিল৷ রোদে সেগুলো শুকিয়ে গিয়েছিল৷ প্রচণ্ড গরমে সেগুলোতে আগুন ধরে যাওয়ার পর বাতাসের তীব্রতার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ধারনা করা হচ্ছে৷
আরও দাবানল
সোমবার সন্ধ্যা নাগাদ কপারোপোলিসের দাবানল নিয়ন্ত্রণে আনা হয়৷ এরপর আবারও নতুন করে দাবানল শুরু হয়েছে৷
আতঙ্ক
ক্যালিফোর্নিয়ায় প্রতিবছরই দাবানলের ভয়াবহতা বাড়ছে৷ আসন্ন গ্রীষ্মের মাঝামাঝি ও শরতে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা৷
সবচেয়ে ভয়াবহ দাবানল
ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলটি হয়েছিল ২০২১ সালে৷ লাসেন, প্লুমাস, তেহামা ও বিউট কাউন্টিতে দাবানল শুরুর মাত্র চারদিনের মধ্যে ৮০ হাজার হেক্টর এলাকায় তা ছড়িয়ে পড়েছিল৷