1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্সার আক্রান্ত রাজকন্যার রূপকথার বিয়ে

২৮ জুন ২০১৭

এ যেন এক রূপকথার রাজকন্যার বিয়ে! ক্যান্সার আক্রান্ত পাঁচ বছরের এইলেড প্যাটারসন বিয়ে করলেন প্রিয় বন্ধু হ্যারিসন গ্রিয়ারকে৷ মৃত্যুর প্রহর গুনছে ছোট রাজকুমারী৷ তাই তার ইচ্ছে পূরণে বাধা দেয়নি কেউ৷

https://p.dw.com/p/2fWOB
ছবি: YouTube/Inside Edition

দুরারোগ্য ক্যান্সারে (নিউরোব্লাস্টোমা) আক্রান্ত সে৷ রোগের প্রকোপে ঝরে গিয়েছে মাথার সব চুল৷ এখন শুধু মৃত্যুর প্রহর গুনছে ক্ষুদে রাজকুমারী এইলেড প্যাটারসন৷ মৃত্যুর আগে ইচ্ছে পূরণের একটি তালিকা তৈরি করেছে স্কটল্যান্ডের মেয়েটি৷ এর মধ্যে রয়েছে নিজের প্রিয় বন্ধুকে বিয়ে করার ইচ্ছে৷ তার এই ইচ্ছেতে বাধ সাধেনি দুই পরিবার৷ তাই পরিবারের সম্মতিতে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ছয় বছরের হ্যারিসন গ্রিয়ারের সঙ্গে বিয়ে হয়েছে এইলেড প্যাটারসনের৷

দুই পরিবারই বিভিন্ন অসহায় চেষ্টা চালিয়ে যাচ্ছিল ক্যান্সারের কষ্ট ভুলিয়ে মেয়েটির মুখে হাসি ফোটাতে৷ এ অবস্থায় এইলেড নিজেই যখন প্রিয় বন্ধু হ্যারিসনকে বিয়ে করার আবদার করে বসল, তখন একটুও না ভেবে তাতে সম্মতি দিল দুই পরিবার৷ তার ছোট্ট জীবনের এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে তোড়জোর শুরু করে দেয় দুই পরিবার৷

১৮ জুন এইলেড-হ্যারিসনের বিয়ে উপলক্ষে একত্রিত হয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্টজনরা৷ সন্ধ্যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি আয়োজনই ছিল একেকটা চমক৷ আর এই চমক ও বিস্ময়ে ছোট্ট এইলেড বেজায় খুশি তার প্রিয় বন্ধুকে পাশে পেয়ে৷ এইলেডের মা গেইল প্যাটারসন শোনান এইলেডের ছোট জীবনের নানা গল্প৷ অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি মানুষের প্রার্থনা ছিল এইলেডের শেষের দিনগুলো যেন ভালো কাটে, আনন্দে, ভালোবাসায় ভরে ওঠে৷

২৩ শে জুন ফেসবুকে বিয়ের ভিডিওটি আপলোড করার পর এ পর্যন্ত ১৭ লাখ বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি বার৷ ইনসাইড এডিশন ২০ জুন ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর ১ লাখেরও বেশির বার দেখা হয়েছে৷

এপিবি/এসিবি