1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডায় ‘গণহত্যার' শিকার ১২০০ আদিবাসী

৪ জুন ২০১৯

জাতিগত বিদ্বেষে হত্যার শিকার হয়েছেন ক্যানাডার প্রায় ১২শ আদিবাসী নারী ও শিশু, যেটাকে ‘জাতীয় গণহত্যা' হিসাবে অভিহিত করেছে সরকারি তদন্ত কমিশন৷

https://p.dw.com/p/3JncZ
Kanadas Ureinwohner auf einem Friedhof
ছবি: Getty Images/AFP/M. Daniau

১৯৮২ থেকে ২০১২ সাল পর্যন্ত এসব নারী ও শিশুর নিখোঁজ ও হত্যাকাণ্ডের অনুসন্ধান চালায় ওই তদন্ত কমিশন৷ সোমবার ১২শ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা৷

ওই ৩০ বছরে এক হাজার ১৭ জন অ্যাবরিজিনাল নারীকে হত্যা করা হয়েছে বলে ২০১৪ সালে জানিয়েছিল রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ৷ এরপর ২০১৬ সালে এসে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷

তদন্তের সময় দুই হাজার ৩০০ ক্যানাডিয়ানের সাক্ষ্য নেয় তদন্ত কমিশন৷ যাতে প্রায় ১২শ নারী-শিশু খুন ও নিখোঁজ হওয়ার তথ্য উঠে আসে৷

কুইবেকের গ্যাটিনিয়াউতে যে অনুষ্ঠানে সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়, সেখানে ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিখোঁজ ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা৷

আদিবাসী নারীদের রক্ষায় ক্যানাডা সরকার ব্যর্থ হয়েছে বলে অনুষ্ঠানে স্বীকার করেন ট্রুডো৷ ‘‘আমরা আর ব্যর্থ হব না৷ এমন ঘটনা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য৷ এটাকে থামাতেই হবে,'' অনুষ্ঠানে বলেছেন তিনি৷

তদন্ত কমিশনের সুপারিশের আলোকে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী ট্রুডো৷

যা আছে তদন্ত প্রতিবেদনে

ক্যানাডায় আদিবাসী মানুষের প্রতি 'দীর্ঘস্থায়ী বৈষম্য' এবং তাঁদের রক্ষায় ‘উদ্যোগহীনতার' সমালোচনা করা হয়েছে প্রতিবেদনটিতে৷

এতে বলা হয়, আদিবাসী নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতে তাঁদের ‘সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সমুন্নত ও বাস্তবায়ন' জরুরি৷

আদিবাসীদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে ক্যানাডা ‘ব্যর্থ হয়েছে' বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে৷

নারী-শিশুদের হত্যাকাণ্ডগুলোর পেছনে আদিবাসী ও অনাদিবাসী পরিবারের সদস্যদের পাশাপাশি সিরিয়াল কিলারদের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন৷

একইসঙ্গে চরম দারিদ্র্য, বর্ণবাদ, সেক্সিজম ও ভূমি থেকে উচ্ছেদসহ নানা রকম সামাজিক অসঙ্গতিকে হত্যাকাণ্ডের কারণ হিসাবে চিহ্নিত করেছে তারা৷

‘‘যদিও নিহত ও নিখোঁজ ব্যক্তিরা ভিন্ন পরিস্থিত ও প্রেক্ষাপট থেকে এসেছেন, তবুও সব ঘটনার পেছনে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রান্তিকীকরণ কোনো না কোনোভাবে সংযুক্ত,'' বলেছেন তদন্ত কমিশনের প্রধান ম্যারিয়ন বালার৷

এমবি/ (রয়টার্স, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য