ক্যানাডার ইহুদি স্কুলে গুলি
১০ নভেম্বর ২০২৩মনট্রিয়ালে দুইটি স্কুলে ইহুদি বিদ্বেষী গুলি চলেছে। যদিও ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছেন, বিদ্বেষ, সংঘাত, ইহুদি বিদ্বেষ, ইসলামোফোবিয়া-- এই কোনোকিছুরই জায়গা নেই ক্যানাডায়। ক্যান্ডার একটি কলেজ এবং দুইটি স্কুলে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বস্তুত, দুইটি স্কুলে গুলি চলার পর তা নিয়ে কনকরডিয়া কলেজে উত্তেজনা দেখা দেয়। দুইটি দল বিভক্ত হয়ে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ট্রুডো বলেছেন, ''আমি জানি ইমোশন এখন খুব বেশি কাজ করছে। ইসরায়েল-হামাস সংঘাত সকলকে উত্তেজিত করে রেখেছে। কিন্তু ক্যানাডা উত্তেজনা প্রশমনের জায়গা। এখানে সংঘাতের কোনো স্থান নেই।''
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কোনো রকম ভিত তৈরি করতে হয়, তাহলে তা ক্যানাডা থেকেই শুরু হবে। একইভাবে ক্যানাডার ভিতরে কোনোরকম সহিংসতা বরদাস্ত করা হবে না।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)