ক্যানাডার আদালতের মাধ্যমে নূর চৌধুরীকে দেশে আনার চেষ্টা
৫ মার্চ ২০১১প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ক্যানাডা সফরে যাচ্ছেন৷ আর এ কারণেই প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে আলোচনায় বঙ্গবন্ধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফেরত আনার বিষয়টি৷ তার মধ্যে গত বৃহস্পতিবার ক্যানাডার সিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন৷ ১৯৭৫ সালের অভ্যুত্থানে নিজের সম্পৃক্ততার কথাও তিনি অস্বীকার করেছেন৷ কিন্তু বাংলাদেশের আদালতে দীর্ঘ শুনানিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে নূর চৌধুরীর গুলিতেই খুন হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ তাই আদালত তার মৃত্যুদণ্ড দেন৷ আদালতের এই আদেশের বিরুদ্ধে অন্য আসামিরা উচ্চ আদালতে আবেদন করলেও নূর চৌধুরী তা করেননি৷ এতদিন তিনি নিজেকে নির্দোষ বলে দাবিও করেননি৷ নূর চৌধুরীর সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ক্যানাডার সরকার ও পরে উচ্চ আদালতে তাকে বাংলাদেশে না পাঠানোর যে আবেদন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷
আইনমন্ত্রী বলেন, আদালতের মাধ্যমে নূর চৌধুরী যেহেতু একটি সুযোগ নিয়েছে, সেহেতু আমরাও চেষ্টা করছি আদালতের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার৷ ক্যানাডার আদালত দ্রুত বিষয়টি শুনানির উদ্যোগ নেবে বলে আশা করেন ব্যারিস্টার শফিক আহমেদ৷
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার৷ সেখানে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির পক্ষে অবস্থান নেয়ার কোন সুযোগ ক্যানাডার আইনেও নেই৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন