কোলকাতায় এসেছে টাটার একলাখি ন্যানো
১ এপ্রিল ২০০৯কলকাতায় টাটা মোটরসের তিনটি শোরুমে নতুন এই গাড়িকে ঘিরে আমজনতা এবং সংবাদ মাধ্যমের উৎসাহ ছিল চোখে পড়ার মত৷ কিন্ত প্রথম দিনেই এই উৎসাহে ভাটার টান৷ কারণ কথা রাখেননি রতন টাটা৷ খোঁজ নিয়ে দেখা গেল লাখ টাকায় নয়, ন্যানোর বেসিক মডেলের দাম পড়ছে এক লাখ ৩১ হাজার টাকা৷ আর রোড ট্যাক্স, ইন্সিওরেন্স নিয়ে দাঁড়াচ্ছে এক লাখ ৫৪ হাজার টাকা৷ যারা সাত-সকালে ছুটে এসেছিলেন গাড়ি বুক করবেন বলে তারা রীতিমত হতাশ৷ অনেকে প্রশ্ন তুলেছেন, মধ্যবিত্তের জন্য এক লাখে গাড়ি দেওয়ার প্রতিশ্রুতির কী হল?
টাটা মোটরসের ডিলাররাও এই প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না৷ উল্টো বিরক্ত হয়ে তারা এমন মন্তব্য করছে, যার তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে৷
অবশ্য ইতিমধ্যেই টাটা মোটরসের ন্যানো কারখানা পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে চলে যাওয়ার জন্য বিরোধীদের আন্দোলনকেই দায়ী করে লোকসভা ভোটে প্রচার করছে সিপিএম৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন এই বলে যে, রাজনৈতিক ফায়দা লুটতেই ভোটের আগে টাটাদের দিয়ে ন্যানো বাজারে আনল সিপিএম৷
এই পরিস্থিতিতে এক লাখে ন্যানো কিনতে হলে গুজরাটে যান, জাতীয় মন্তব্য আগুনে ঘি ঢালতে পারে বলেই মনে করা হচ্ছে৷ ভোটের আগে এই প্ররোচনা যে জোরালো হবে না, এমন কথা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না৷
প্রতিবেদক: শীর্ষ বন্দোপাধ্যায়, সম্পাদনা: সাগর সরওয়ার