কোভিড আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু
১৭ মার্চ ২০২১হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় বুধবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়৷ ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান৷
তিনি বলেন, ‘‘আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ড থেকে ১৪ জন রোগীকে অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল৷ তাদের তিনজন পরে মারা গেছেন৷’’
মৃত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ১৪টি আইসিইউ কক্ষে ১৪ জন রোগী ছিলেন; তাদের সবার অবস্থাই সঙ্কটাপন্ন ছিল৷ ‘‘তারা ভেন্টিলেটশনে ছিলেন৷ আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়৷ যে তিনজন মারা গেছেন, তারা এমনিতেই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, আগুনে কেউ দগ্ধ হননি৷’’ একজন রোগী আটকা পড়ায় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে৷
আগুন লাগার খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান৷ আগুন পুরোপুরি নেভাতে দেড় ঘণ্টা লাগায় আইসিইউ ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়৷ ঢাকা মেডিকেলের পরিচালক নাজমুল হক বলেন, ‘‘আগুনে ওই ওয়ার্ডের সবগুলো আইসিইউ মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো একটি আইসিইউ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷’’
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)