‘কোপা আমেরিকা’র ফাইনালে প্যারাগুয়ে ও উরুগুয়ে
২১ জুলাই ২০১১একটা গোটা মহাদেশকে যদি ফুটবল-পাগল বলতে হয়, তাহলে সবার আগে দক্ষিণ অ্যামেরিকার কথাই মনে আসতে বাধ্য৷ ফলে মহাদেশের সেরা ফুটবল শক্তি হওয়ার লড়াইও কম জোরালো নয়, যেমনটা দেখা যাচ্ছে এবছর ‘কোপা আমেরিকা' প্রতিযোগিতার ক্ষেত্রেও৷ ব্রাজিল ও আর্জেন্টিনার মতো প্রবল পরাক্রমশালী দেশ আগেই বিদায় নিয়েছে৷ রবিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে৷ শনিবার লা প্লাতায় তৃতীয় স্থানের জন্য লড়াই করবে ভেনেজুয়েলা ও পেরু৷
সেই ১৯৭৯ সালের পর এতদিন প্যারাগুয়ে ‘কোপা আমেরিকা'র ফাইনালে পৌঁছতে পারে নি৷ ভেনেজুয়েলাকে ৫-৩ গোলে হারিয়ে সেই স্বপ্ন আবার বাস্তবে পরিণত করেছে এই দল৷ নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র'র পর পেনাল্টি শুট-আউটে জয়ের স্বাদ পেয়েছে প্যারাগুয়ে৷ ভেনেজুয়েলার খেলোয়াড়রা ৩ বার গোলপোস্টে বল মেরে এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ আধিপত্য দেখিয়েও গোল করতে পারেন নি৷ অন্যদিকে সৌভাগ্য যেন এবার প্যারাগুয়ের খেলোয়াড়দের পেছু ছাড়ছে না৷ এবারের প্রতিযোগিতায় একটি ম্যাচেও নির্ধারিত সময়ের মধ্যে জয়ের মুখ দেখে নি তারা৷
৬ জন খেলোয়াড় আহত ও একজন সাসপেন্ড হওয়া সত্ত্বেও পেনাল্টি শুট-আউটের উপর ভর করে সেদেশ ফাইনালে পৌঁছে গেছে৷ গোলকিপার হুস্তো ভিলার অবশ্য আত্মসমালোচনা করে বলেছেন, গত কয়েক দিনে ভাগ্য প্রসন্ন ছিল ঠিকই, কিন্তু ফাইনালে এভাবে খেললে চলবে না৷
সেমিফাইনাল ম্যাচের পর দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি শুরু হওয়ায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়৷ এই ঘটনার জের ধরে কর্তৃপক্ষ হয়তো প্যারাগুয়ে দলের আরও খেলোয়াড়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিতে পারে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক