কোন মেগা প্রকল্পে কত বিদেশি ঋণ
বিদেশি ঋণ নিয়ে বাংলাদেশের সরকার কয়েকটি মেগা প্রকল্প শেষ করেছে৷ আরও কিছু সমাপ্তির পথে৷ কয়েকটি প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে৷ বিদেশি ঋণ পরিশোধ করতে সরকারকে এখন ঋণ করতে হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে সিপিডি৷
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রাশিয়া ১,১৩৮ কোটি ডলার দিচ্ছে ঋণ দিচ্ছে৷ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে প্রকল্পটির ঋণ পরিশোধ করতে হবে৷ এই ঋণের সুদের হার হচ্ছে, লাইবর রেট (একসময় বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি ছিল লন্ডন ইন্টার-ব্যাংক অফারড রেট বা লাইবর রেট) এবং সঙ্গে আরও ১.৭৫ শতাংশ৷ ইতিমধ্যে ঋণ পরিশোধ শুরু হয়েছে৷
পদ্মা সেতু রেলসংযোগ
এই প্রকল্পে ২৬৭ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন৷ এই ঋণের সুদের হার সার্ভিস চার্জসহ সোয়া ২ শতাংশ৷ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময় ১৫ বছর৷ চলতি অর্থবছর থেকে এই ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে৷
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে
প্রকল্পটিতে ১১২ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন৷ সুদহার সার্ভিস চার্জসহ সোয়া ২ শতাংশ৷ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময় ১৫ বছর৷ ঋণের কিস্তি শুরু হবে ২০২৬ সালে৷
পায়রা কয়লা বিদ্যুৎকেন্দ্র
এই প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক৷ এই ঋণের সুদহার লাইবরের সঙ্গে ২.৯৮ শতাংশ৷ ৪ বছর গ্রেসসহ ১৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে৷ বর্তমানে এই ঋণের বিপরীতে প্রতিবছর ২৫ কোটি ডলার পরিশোধ করতে হচ্ছে৷ ২০২৬-২৭ অর্থবছর নাগাদ তা ৭০ কোটি ডলারে উন্নীত হবে৷
মেট্রোরেল
এই প্রকল্পের জন্য জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার কাছ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে দুই কিস্তিতে প্রায় ৬৫ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে৷ ৩০ বছরে ঋণ পরিশোধ করতে হবে৷
কর্ণফুলী টানেল
এই প্রকল্পে ৬,০৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীন৷ সুদসহ এটি ফেরত দিতে হবে৷ চলতি অর্থবছরে ঋণ পরিশোধ শুরু হবে৷
দোহাজারী-কক্সবাজার রেলপথ
এই প্রকল্প বাস্তবায়নে ২০১৭ সালে এডিবির সঙ্গে ১৫০ কোটি ডলারের ঋণচুক্তি হয়েছিল৷ ঋণ পরিশোধ শুরু হবে ২০২৭ সালে৷
ভারতীয় ঋণগুচ্ছ
তিনটি লাইনস অব ক্রেডিটের (এলওসি) আওতায় ভারত ৭৩৬ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে৷ গত ডিসেম্বর মাস পর্যন্ত ১৬৫ কোটি ডলার ছাড় হয়েছে৷ এসব ঋণের সুদের হার সার্ভিস চার্জসহ সোয়া ২ শতাংশ৷ ভারতীয় ঋণ পরিশোধের সময় পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর৷ তিনটি এলওসিতে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি ও রাস্তাঘাট নির্মাণসহ এ পর্যন্ত ৪০টি প্রকল্প নেওয়া হয়েছে৷ এর মধ্যে ১৫টি প্রকল্প শেষ হয়েছে৷ চলমান আছে আটটি প্রকল্প৷
ঋণ নিয়ে বিদেশি ঋণ শোধ
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান গত ৪ এপ্রিল ঢাকায় ‘বাংলাদেশের বৈদেশিক ঋণ ও ঋণ পরিশোধের সক্ষমতা’ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন৷ এইসময় তিনি বলেন, বিদেশি ঋণ পরিশোধ করতে সরকারকে এখন ঋণ করতে হচ্ছে৷
দ্বিপক্ষীয় ও দাতা সংস্থার ঋণের পার্থক্য
চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে নেওয়া ঋণ গ্রেস পিরিয়ড বাদ দিলে ১০-১৫ বছরের মধ্যে শোধ করতে হবে৷ আর বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা এবং জাপানের মতো দেশের কাছ থেকে ঋণ নিলে সাধারণত ৩০-৩৫ বছরের মধ্যে শোধ করার সুযোগ থাকে৷