কোন গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়না: সাজেদা চৌধুরি
১৩ অক্টোবর ২০১১বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলেনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে৷
আজ ঢাকায় এক অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন আইনগত ভিত্তি নেই৷ কোন গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়না৷ বাংলাদেশেও হবেনা৷ তিনি খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চের সমালোচনা করে বলেন এই রোডমার্চে কোন জনসমর্থন দেখা যায়নি৷ তাদের এই সরকার-বিরোধী আন্দোলন কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে৷
প্রধানমন্ত্রীকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন সংসদ উপনেতা৷
এদিকে ঢাকায় এক মানববন্ধন শেষে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে৷ আর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে৷ তিনি বলেন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়ছে তার মাধ্যমেই তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে৷ এই আন্দোলনেই সবাই সামিল হবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক